নয়া দিল্লি : এক দূষণে রক্ষে নেই, 'দোসর' ডেঙ্গি। নিত্যদিন রাজধানীতে বেড়েই চলেছে ডেঙ্গি সংক্রমণ। চলতি মরসুমে সেই সংখ্যাটা ৫ হাজার ২৭০ অতিক্রম করে গেছে। ২০১৫ সালের পর যা সর্বোচ্চ। সোমবার এমনই একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে।
গত এক সপ্তাহেই মশাবাহিত এই রোগে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৫৭০ জন। যদিও মৃত্যুর কোনও খবর নেই। রিপোর্ট অনুযায়ী, নভেম্বরের ১৩ তারিখ পর্যন্ত মোট ৫ হাজার ২৭৭ জন ডেঙ্গিতে আক্রান্ত।
এর আগের বছরগুলিতে এই পরিসংখ্যানটা ছিল অনেকটা এরকম- ৪৪৩১(২০১৬), ৪৭২৬(২০১৭), ২৭৯৮(২০১৮), ২,০৩৬(২০১৯) ও ১,০৭২(২০২০)। ২০১৫ সালেও শহরে ব্যাপক ডেঙ্গি সংক্রমণ দেখা গিয়েছিল। সেই সময় শুধুমাত্র অক্টোবর মাসেই আক্রান্ত হয়েছিলেন ১০ হাজার ৬০০ জন। ১৯৯৬ সালের পর যে পরস্থিতি ছিল সবথেকে ভয়ানক।
চলতি বছরে নভেম্বরের প্রথম ১৩ দিনে ডেঙ্গিতে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৭৪০ জন। অক্টোবরের ১ তারিখে আক্রান্ত হয়েছিলেন ১১৯৬ জন। সেপেম্বরে আক্রান্তের সংখ্যা ছিল ২১৭, যা সংশ্লিষ্ট মাসে গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ।
আরও পড়ুন ; মশাবাহিত রোগে মৃতের সংখ্যা চাপা দেওয়ার চেষ্টা করছে সরকার, অভিযোগ বিজেপির
এদিকে কলকাতাতেও উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি-ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ। সম্প্রতি ডেঙ্গি আক্রান্ত হয় মৃত্যু হয় বিধাননগর পুর-এলাকার বাসিন্দা শতাব্দী সাহা নামে এক গৃহবধূর। ডেঙ্গি, ম্যালেরিয়ার প্রকোপ ঠেকাতে পুরসভা এবং রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতরগুলিকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দুই অসুখে আক্রান্তের পরিসংখ্যানও পেশ করেন তিনি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "২০২০ সালে ৮৪ হাজার জনের ডেঙ্গি পরীক্ষা করা হয়েছিল। তাতে আক্রান্তের হার ছিল ২.৬%। এ বছর এক লক্ষ ৮৬ হাজার মানুষের ডেঙ্গি পরীক্ষা হয়েছে। এ বারে আক্রান্তের হার ১.৬%। গত বারে ৬ জন এবং এবারে ৮ জনের মৃত্যু হয়েছে।"