নয়াদিল্লিঃ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের ( Former Japanese Prime Minister Shinzo Abe)শেষকৃত্যে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বুধবার, জানা গিয়েছে, আগামী মাসে শিনজো আবের শেষকৃত্য অনুষ্ঠান উপলক্ষে জাপানে যাচ্ছেন মোদি। জাপান সরকারের তরফে জানা হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্য হবে ২৭ সেপ্টেম্বর। টোকিওতে এই অনুষ্ঠান পালন করা হবে।


প্রসঙ্গত, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে একাধিক টুইট করেছিলেন দেশের প্রধানমন্ত্রী মোদি। তার মৃত্যুতে দেশজুড়ে জাতীয় শোকপ্রকাশও করা হয় মোদির নির্দেশে ।   'ভারতবন্ধু' তথা 'পদ্মবিভূষণ' প্রাপ্ত প্রাক্তন রাষ্ট্রপ্রধানের মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, 'আমার অন্যতম কাছের বন্ধু শিনজো আবের মৃত্য়ুতে অত্যন্ত মর্মাহত । বলিষ্ঠ রাষ্ট্রনায়ক, দুরন্ত নেতা এবং অসাধারণ প্রশাসক ছিলেন তিনি। জাপান ও গোটা বিশ্বকে উন্নততর করতে জীবন উৎসর্গ করেছিলেন। ওঁর সঙ্গে আমার সখ্য দীর্ঘ কয়েক বছরের। গুজরাতের মুখ্য়মন্ত্রী থাকার সময় থেকে ওঁকে চিনি এবং প্রধানমন্ত্রী হওয়ার পরও ওঁর সঙ্গে বন্ধুত্ব ছিল। বিশ্ব অর্থনীতি-সহ নানা বিষয়ে ওঁর ক্ষুরধার অন্তর্দশিতা ছিল।' 






জাপানে নারা শহরে বক্তব্য রাখার সময় আচমকাই গুলি করা হয় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। সূত্র মারফত খবর, পিছন থেকে গুলি করা হয়েছে তাঁকে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, গুলির শব্দ শোনা যায়। তারপরেই দেখা যায় লুটিয়ে পড়েছেন শিনজো আবে। সূত্রের খবর, সেইসময় পালমোনারি কার্ডিয়াক অ্যারেস্টও হয়েছিল তাঁর। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি।নারা এলাকায় কাশিহারা শহরের একটি হাসপাতালে মৃত ঘোষণা করা হয় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। 


আরও পড়ুন, বিধানসভায় শক্তিপরীক্ষা নীতীশ-তেজস্বীর, তার আগে আরজেডি নেতাদের দুয়ারে সিবিআই


  জানা গিয়েছে, ঘটনার দিন, ঘড়ির কাঁটায় তখন ঠিক সকাল ১১টা ২৯ মিনিট। নারা শহরে একটি নির্বাচনী প্রচারে বক্তৃতা শুরু করেন আবে। ঠিক এক মিনিট পরেই গুলি করা হয়। প্রথমবার গুলির পরই ৬৭ বছরের প্রাক্তন প্রধানমন্ত্রী পড়ে যান। তার পরও তাঁকে দ্বিতীয়বার গুলি করা হয় বলে অভিযোগ। ৪১ বছরের আততায়ী গুলি চালানোর পরও পালিয়ে যায়নি। বরং ওই জায়গাতেই দাঁড়িয়ে ছিল। তাঁকে গ্রেফতার করা হয়েছে। যদিও সূত্রের খবর, আবের রাজনৈতিক মতাদর্শ নিয়ে কোনও ক্ষোভ ছিল না বলেই পুলিশকে জানিয়েছেন অভিযুক্ত।