নয়া দিল্লি : বিধানসভা ভোটের ফল আগেই সুনিশ্চিত করেছিল, সমুদ্রপাড়ের রাজ্যে আবার বিজেপির ঢেউ। গোয়ার সমুদ্রতটে ফের ফুটেছে পদ্মফুল। দ্বিতীয় স্থানে চলে গিয়েছে গতবারের ফার্স্ট বয় কংগ্রেস। 


সোমবার কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর অবশেষে ঘোষণা করলেন, প্রমোদ সাওয়ান্তই  গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে ফিরবেন। জল্পনা ছিল, রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, সাওয়ান্ত নাকি  প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে, তাই নিয়ে বিজেপি দ্বিধাদ্বন্দ্বে ছিল। তোমর বলেন, "বিশ্বজিৎ রানে আইনসভা দলের নেতা হিসাবে প্রমোদ সাওয়ান্তের নাম প্রস্তাব করেন। সবাই সর্বসম্মতিক্রমে সাওয়ান্তকে (Pramod Sawant ) নেতা নির্বাচিত করেছেন। তিনি আগামী ৫ বছরের জন্য আইনসভা দলের নেতা হবেন।" 


ঘোষণার পরে, প্রমোদ সাওয়ান্ত বলেন যে তিনি রাজ্যের উন্নয়নে কাজ করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন।


আরও পড়ুন :


 '৪র্থ ঢেউ নিয়ে ভয় নেই, এবার মাস্ক নিয়ে কড়াকড়িও কমানো যায় ' বললেন বিশেষজ্ঞ


বিজেপি ৪0-সদস্যের বিধানসভায় ২0টি আসন জেতে, সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা থেকে মাত্র একটি কম। যাইহোক, পরে বিজেপি এমজিপির দুই বিধায়ক এবং তিনজন নির্দল বিধায়কের সমর্থন পেয়েছে।


দ্বিতীয়বারের জন্য তিনি ওই  আসনে বসতে চলেছেন। বিজেপির বিধায়কদের নিয়ে পরবর্তী মুখ্যমন্ত্রী পদে কে বসবেন, তা নিয়ে ম্যারাথন মিটিং হয়।  এদিনের বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক নরেন্দ্র সিংহ তোমর ও এল মুরুগন হাজির ছিলেন। মনোহর পরিক্করের মৃত্যুর পরে গোয়ার মুখ্যমন্ত্রীর পদে বসেছিলেন প্রমোদ সাওয়ান্ত। ফের তাঁকেই  গোয়ার মুখ্যমন্ত্রীর পদে বেছে নিল বিজেপি। 


ঘোষণার পর সাওয়ান্ত জানান, " আগামী ৫ বছর গোয়ার মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানাতে চাই। আমি আনন্দিত যে গোয়ার মানুষ আমাকে গ্রহণ করেছে। আমি সম্ভাব্য সবকিছু করব। রাজ্যের উন্নয়নের জন্য কাজ করব" এএনআই সূত্রে খবর।