আগরতলা : এসডিএম-এর মামলার ভিত্তিতে আগাম জামিন নিলেন আইপ্যাক কর্মীরা। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে জামিন নিলেন ২৩ জন কর্মী।


তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরের টিম-কে হোটেলবন্দি করার অভিযোগ ঘিরে সংঘাত চলছিলই। এরপর কোভিড বিধিভঙ্গের অভিযোগে, ১ অগাস্ট, পূর্ব আগরতলা থানায় হাজিরা দিতে বলে টিম পিকে-র সদস্যদের সমন পাঠায় পুলিশ।পূর্ব আগরতলা থানার ওসির দাবি , কোভিড পরীক্ষা না করিয়েই বিভিন্ন রাজ্য থেকে আসা আইপ্যাকের সদস্যরা ঘুরে বেড়াচ্ছিলেন। কোভিড পরীক্ষার পরে তাঁদের মহামারি আইনে তলব করা হয়েছে।


 তৃণমূল নেতা ও আইনমন্ত্রী মলয় ঘটক দাবি করেন, কোভিড নেগেটিভ রিপোর্ট আসার পরও আটকে রাখা হয়েছে আইপ্যাক-কর্মীদের, এ অত্যন্ত অগণতান্ত্রিক। 


পূর্ব আগরতলার এই হোটেল উডল্যান্ড পার্কেই রয়েছেন টিম পিকের সদস্যরা! হোটেলের ভিতরে-বাইরে রয়েছে সশস্ত্র পুলিশ টহল দিচ্ছে, কার্যত নজরবন্দি করার অভিযোগ উঠেছে তাঁদের। 


বুধবার সকালে আগরতলায় পৌঁছন ব্রাত্য বসু, মলয় ঘটকরা। আইপ্যাকের ৫ সদস্যের সঙ্গে তাঁদের কথা হয়।


 শিক্ষামন্ত্রী ও তৃণমূল নেতা ব্রাত্য বসু প্রশ্ন তোলেন, ' মাথায় প্রশান্ত কিশোর আছেন এটাই কি অপরাধ? কোভিড রিপোর্ট নেগেটিভ, তাও আটকে রেখেছে, বিজেপির ফ্যাসিবাদী মানসিকতা!' 


টিম PK-র সদস্যদের আটকে রাখার অভিযোগে আগরতলার ধর্মনগরে প্রতিবাদ মিছিল  করে তৃণমূল। পুলিশ মিছিল আটকালে ধুন্ধুমার বেধে যায়। 


এদিকে আজ আগরতলার হোটেলে তৃণমূলের সাংগঠনিক বৈঠকের আগে হানা দিল পুলিশ। তৃণমূলের অভিযোগ, কারা বৈঠক ডেকেছে, কতজন উপস্থিত থাকবেন তা জানতে চাওয়া হয়। দলের সাংগঠনিক বৈঠকের জন্য আগরতলার ওই হোটেলের ব্যাঙ্কোয়েট ভাড়া নেয় তৃণমূল। যদিও পরে ওই ব্যাঙ্কোয়েটেই বৈঠক করে তৃণমূল। এর আগে আজ সকালে আগরতলায় পৌঁছন তৃণমূল সাংসদ ডেরেক ও’ ব্রায়েন। বিজেপির ওপর চাপ বাড়াতে আজ ত্রিপুরায় যাচ্ছেন তৃণমূলের আরেক কাকলি ঘোষ দস্তিদারও। আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় আগরতলায় যাচ্ছেন।


আজ এসডিএম-এর মামলার ভিত্তিতে আগাম জামিন নেন আইপ্যাক কর্মীরা। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে জামিন নেন তাঁরা।