নয়াদিল্লি : স্বাধীনতা সংগ্রামীদের প্রণাম জানিয়ে স্বাধীনতা দিবসের আগে দেশবাসীর উদ্দেশে বক্তব্য শুরু করেন রাষ্ট্রপতি কোবিন্দ। তিনি বলেন, ৭৫ তম স্বাধীনতা দিবস সারা দেশের জন্য এক অত্যন্ত আনন্দের সময়। বক্তব্যের শুরুতেই টোকিও অলিম্পিক্সে ভারতের অনেক পদকলাভের জন্য অ্যাথলিটদের শুভেচ্ছা জানান রামনাথ কোবিন্দ। অলিম্পিক্সে মেয়েদের সাফল্যের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, এভাবেই সারা দেশে সব ক্ষেত্রে মহিলারা সাফল্য পাক। দেশের নারীশক্তি যে সবদিকে প্রসারলাভ করছে, তার আভাস মিলছে, আরও উন্নতি হোক দেশের মেয়েদের, সেই কামনা করি, বলেন রাষ্ট্রপতি। আজ রামনাথ কোবিন্দের বক্তব্য এক নজরে।
- দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন রাষ্ট্রপতি। দেশের সুরক্ষায় শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানান তিনি। টোকিও অলিম্পিক্সে ভারতের গৌরব বেড়েছে’ বক্তব্যের শুরুতেই উল্লেখ করেন কোবিন্দ। তিনি বলেন এই বছর টোকিও অলিম্পিকে অনেক পদক এনেছেন ভারতীয় অ্যাথলিটরা। অংশগ্রহণকারী মেয়েরা দেশের নাম উজ্জ্বল করেছে।
- সেইসঙ্গে তিনি বলেন, অলিম্পিক্সে মেয়েদের সাফল্যই বলে দেয় দেশে সব ক্ষেত্রে নারীদের উন্নতি ঘটছে। সেই কথার রেশ টেনে তিনি বলেন, নারী-বিকাশে আরও গুরুত্ব দেওয়া হোক।
- এরপরই রাষ্ট্রপতি কোবিন্দের বক্তব্যে আসে করোনা প্রসঙ্গ। তিনি বলেন, করোনা এক অভূতপূর্ব সঙ্কট, দ্বিতীয় ঢেউয়ে অনেককে হারিয়েছি আমরা। সেই সঙ্গে তিনি বলেন, ভারতে দ্রুত ভ্যাকসিনেশন শুরু করা হলেও দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় নাকাল হয়েছে দেশ।
- করোনাকালে যেভাবে চিকিত্সক ও নার্সরা লড়ে যাচ্ছেন, তারও প্রশংসা করেন রাষ্ট্রপতি। তিনি উল্লেখ করেন, এই পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীদের কাজ যথেষ্ট প্রশংসনীয়। তিনি মনে করিয়ে দেন, করোনার প্রভাব এখনও কাটেনি। দ্রুততার সঙ্গে টিকাকরণ চলছে দেশে। তিনি সকলকে টিকা নিতে উতসাহিত করেন। বলেন, যাঁরা টিকা নেননি এখনও, তাঁদের উত্সাহ দিন, ভ্যাকসিন নিতে বলুন।
- তিনি উল্লেখ করেন, গোটা বিশ্বের মধ্যে ভারতে সবথেকে দ্রুত টিকাকরণ হয়েছে। কেন্দ্র-রাজ্য একযোগে করোনার বিরুদ্ধে লড়াই করছে।
- গ্রামোন্নয়নে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী কিষাণ নিধি প্রকল্পে উপকৃত হয়েছেন বহু কৃষক। কৃষকরা যাতে ফসলের ন্যায্যমূল্য পান, সেদিকেও নজর দিচ্ছে সরকার।