Jeepster SUV: ভারতের এসইউভি বাজারে বড় ধামাকা করতে চলেছে জিপ (Jeep New SUV)।  সাব-কমপ্যাক্ট 4 মিটারের এসইউভির শ্রেণিতে এবার নতুন গাড়ি আনতে চলেছে কোম্পানি। শোনা যাচ্ছে, প্রতিযোগিতার বাজার ধরতে 10 লাখের এসইউভি বাজারে এই গাড়ি নামাবে সংস্থা।


Jeep New SUV: কী নাম নতুন জিপ এসইউভির ?
দেশের এসইউভি সেগমেন্টে টাটা মোটরস, মহিন্দ্রা, মারুতি সুজুকি, হুন্ডাই, কিয়া মোটরসের আধিপত্য দেখা যায়। এবার এই কোম্পানিগুলির SUV-র সঙ্গে পাঞ্জা লড়বে জিপস্টার এসইউভি। আশা করা হচ্ছে, কোম্পানি কম দামের এই গাড়িতে ভালো ফিচার দেবে। রিপোর্ট বলছে, আসন্ন এসইউভির নাম জিপস্টার হতে পারে। এই এসইউভি সরাসরি কিয়া সনেট, মহিন্দ্রা এক্সইউভি 300, হুন্ডাই ভেনু, মারুতি ব্রেজা ও টাটা নেক্সনের সঙ্গে লড়াইতে নামবে।


Jeepster SUV: মেড ইন ইন্ডিয়া এসইউভি
অটো সাইটগুলিরে রিপোর্ট বলছে, গ্রুপ পিএসএ-র কমন মডুলার প্ল্যাটফর্ম (সিএমপি)-র ওপর ভিত্তি করে আসন্ন কমপ্যাক্ট এসইউভি তৈরি করবে জিপ। সেই ক্ষেত্রে জিপস্টারের 90% উপাদান তৈরি হবে ভারতে। ইঞ্জিন ও শক্তির দিক থেকে আপনি এই এসইউভিতে 1.2-লিটার টার্বো পেট্রল ইঞ্জিন পেতে পারেন। যা 100bhp পর্যন্ত শক্তি উত্পাদন করতে সক্ষম হবে। 


Jeep New SUV: চেহারা ও বৈশিষ্ট্য
রিপোর্ট বলছে, অল-হুইল ড্রাইভ সিস্টেম (AWD) নতুন কম্প্যাক্ট SUV জিপস্টারে পাওয়া যাবে, যা ভারতে এই সেগমেন্টে আপনি প্রথমবার দেখতে পাবেন। তবে সেই ক্ষেত্রে টপ ভ্যারিয়েন্টে দেখা যেতে পারে এই মডেল। যার দামও অনেকটাই বেশি হবে। আসন্ন জিপস্টার এসইউভিতে এলইডি টেইল্যাম্প, অ্যালয় হুইল, স্পোর্টি ব্ল্যাক ক্ল্যাডিং, জিপের সিগনেচার স্ল্যাট গ্রিল, এলইডি হেডল্যাম্প ও এলইডি ডিআরএল দেখা যাবে। সঙ্গে এই এসইউভিতে আপনি আরও বড় ইনফোটেইনমেন্ট সিস্টেম স্ট্যান্ডার্ড মডেলেই সেরা নিরাপত্তা বৈশিষ্ট্যগুলি দেখতে পাবেন। দামের কথা বললে, কোম্পানি 10 লক্ষ টাকার মধ্যে আসন্ন নতুন জিপ জিপস্টার অফার করতে পারে।


আরও পড়ুন : Tata Nexon EV Fire: পেট্রলের থেকে বেশি বিপদ ? নিরাপদ নয় ইলেকট্রিক গাড়ি ?