শ্রীনগর: জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) পুলওয়ামায় (Pulwama) গুলির লড়াইয়ে খতম দুই স্থানীয় জঙ্গি। উদ্ধার হয়েছে দু’টি একে-৪৭ রাইফেল। নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, নিহতরা জঙ্গি সংগঠন আল-বদরের (Al-Badr) সদস্য।


গুলির লড়াইয়ে নিহত ২ জঙ্গি


পুলিশ জানিয়েছে, দুই জঙ্গির বিরুদ্ধে চলতি বছরের মার্চ-এপ্রিল মাসে পরিযায়ী শ্রমিকদের ওপর হামলা চালানোর অভিযোগ ছিল। গতকাল পুলওয়ামার মিত্রিগাম এলাকায় ওই জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের খোঁজে অঞ্চলটি ঘিরে ফেলে তল্লাশি শুরু করা হয়। সেই সময় নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেন নিরাপত্তারক্ষীরা। কয়েক রাউন্ড গুলি চালানোর পর সাধারণ মানুষকে সেখান থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য লড়াই বন্ধ রাখেন নিরাপত্তারক্ষীরা। সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার পর ফের শুরু হয় গুলির লড়াই। রাতভর চলে গুলির লড়াই, শেষপর্যন্ত মৃত্যু হয় দুই জঙ্গির।  


নিহত আল-বদর জঙ্গি


কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, নিহত জঙ্গিদের পরিচয় জানা গিয়েছে। তাদের নাম আইয়াজ হাফিজ ও শাহিদ আয়ুব। তারা দু’জনেই আল-বদর জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। তারা বহিরাগত শ্রমিকদের উপর হামলার ঘটনার সঙ্গে যুক্ত ছিল। তাদের কাছ থেকে দু’টি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে।


আহত মালদার দুই বাসিন্দা


এর আগে গত শুক্রবার জম্মুতে সিআইএসএফ-এর বাসে হামলা চালাল জঙ্গিরা। মৃত্যু হয় সিআইএসএফ-এর এক এএসআই-এর। বারামুলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় পাঁচ জঙ্গির। অন্যদিকে, শ্রীনগরের কাছে বদগামে জঙ্গিদের গুলিতে আহত হন এই রাজ্যের দুই নাগরিক। আহতরা হলেন নাজিবুল আলম ও আনিকুল ইসলাম। আনিকুলের বাড়ি মালদার চাঁচলের চন্দ্রপাড়ায় আর নাজিবুলের বাড়ি চাঁচলেরই জালালপুরে। ভাল মজুরির আশায় দু’জনেই আপেল গাছের পরিচর্যার কাজ করতে কাশ্মীরে পাড়ি দিয়েছিলেন। বদগামে একই ভাড়া বাড়িতে দুজন থাকতেন। আনিকুলের মাথায় ও কাঁধে গুলি লাগে। নাজিবুলের গুলি লেগেছে হাতে ও কাঁধে। তাঁরা কাশ্মীর থেকে রাজ্য়ে ফিরেছেন। এখন এখানেই তাঁদের চিকিৎসা চলছে।