Pulwama Encounter Update: পুলওয়ামায় খতম ৩ জঙ্গি

Pulwama Encounter : ঘটনার পর ওই এলাকা ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। সেখানে তল্লাশি অভিযান চলছে। কাশ্মীর জোন পুলিশ সূত্রের খবর।

Continues below advertisement

পুলওয়ামা : পুলওয়ামায় (Pulwama) খতম তিন জঙ্গি (Terrorists)। প্রথমে দুই জঙ্গিকে খতম করে নিরাপত্তাবাহিনী। পরে লস্কর ই তৈবার লুকিয়ে থাকা আরও এক জঙ্গিকে নিকেশ করা হয়েছে। ঘটনার পর ওই এলাকা ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। সেখানে তল্লাশি অভিযান চলছে। কাশ্মীর জোন পুলিশ সূত্রের খবর।

Continues below advertisement


গত শুক্রবার জম্মুতে CISF-এর বাসে জঙ্গি-হামলা হয়। শুক্রবার ভোর সাড়ে চারটে। জম্মুতে CISF-এর একটি বাসে হামলা চালায় জঙ্গিরা। সূত্রের খবর, বাসে ১৫ জন জওয়ান ছিলেন। চাড্ডা ক্যাম্পের কাছে বাস লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। তারপর টানা গুলি চালাতে থাকে জঙ্গিরা। ওই হামলার কবলে পড়ে CISF-এর ওই বাসের সামনে থাকা পুলিশের গাড়িও। এই হামলার ঘটনায় মৃত্যু হয় CISF-এর এক ASI-এর। গোটা ঘটনা ধরা পড়ে ওই এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরায়। হামলার ঠিক আগের মুহূর্তে জঙ্গিদের ছবিও ধরা পড়ে ওই সিসিটিভি ক্যামেরায়। ফুটেজে দেখা যায়, ফাঁকা রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে এক জঙ্গি। কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ। CISF-এর বাস লক্ষ্য করেই ছুটে যাচ্ছিল এক হামলাকারী।

আরও পড়ুন ; মোদির সফরের আগে পরপর জঙ্গি হামলা জম্মু-শ্রীনগরে

পুলিশ দাবি করে :

জঙ্গি সংগঠন জইশ-ই মহম্মদ CISF-এর বাসে হামলা চালিয়েছে। CISF-এর বাসের উপর হামলার চালানোর পর জইশ-ই মহম্মদের দুই জঙ্গি, কাছেই একটি বাড়িতে লুকিয়ে ছিল বলে পুলিশ সূত্রে দাবি। তারপরেই পুলিশি অভিযানে নিহত হয় হামলাকারী দুই জঙ্গি।

ফের হামলা:
জম্মুর হামলার রেশ কাটতে না কাটতেই, শুক্রবার রাতে শ্রীনগরের নওগামে ফের হামলা চালায় জঙ্গিরা। গুলিবিদ্ধ হয়ে জখম হন নাজামুল ইসলাম ও আনিকুল ইসলাম নামে দুই শ্রমিক। স্থানীয় পুলিশের তরফে জানানো হয়, ওই দুই শ্রমিকের বাড়ি পশ্চিমবঙ্গে।

Continues below advertisement
Sponsored Links by Taboola