Lakhimpur Kheri Violence: সুপ্রিম কোর্টে ধাক্কা, জামিন খারিজের পর আত্মসমর্পণ লখিমপুর খেরি-কাণ্ডে অভিযুক্ত মন্ত্রীপুত্রের

Supreme Court: আশিসের জামিন খারিজ করে আত্মসমর্পণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ১ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। ৬ দিনের মাথায় আত্মসমর্পণ করলেন আশিস।

Continues below advertisement

নয়াদিল্লি: সুপ্রিমকোর্টেও স্বস্তি মেলেনি। জামিনের আর্জি নাকচ করেছে দেশের শীর্ষ আদালত। তারপরেই পিছু হঠলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখিমপুর খেরি কাণ্ডে অন্যতম অভিযুক্ত আশিস মিশ্র। রবিবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস ওই ঘটনায় আদালতে আত্মসমর্পণ করে। সূত্রের খবর, আশিস মিশ্রকে লখিমপুর জেলে (Lakhimpur) ফেরত পাঠানো হবে।   

Continues below advertisement

সুপ্রিম কোর্টের কী নির্দেশ:
আশিসের জামিন খারিজ করে আত্মসমর্পণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court)। ১ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। ৬ দিনের মাথায় আত্মসমর্পণ করলেন আশিস।

কী হয়েছিল লখিমপুরে?
উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে গাড়িতে পিষে ও গুলি চালিয়ে ৪ কৃষক সহ ৮ জনকে খুনের অভিযোগে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল পরিস্থিতি। অভিযোগের আঙুল ওঠে উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী (MoS) অজয় মিশ্রর ছেলে আশিসের বিরুদ্ধে! অভিযোগ, আশিসের দলবলই কৃষকদের ওপর গাড়ি চালিয়ে হামলা করেছে। গত ফেব্রুয়ারি মাসে ইলাহাবাদ হাইকোর্ট জামিন দিয়েছিল মন্ত্রীপুত্রকে। এবার জামিন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। পাশাপাশি আদালত জানিয়েছিল ইলাহাবাদ হাইকোর্ট তাড়াহুড়ো করে এই মামলার রায় দিয়েছে। হাইকোর্টের বিরুদ্ধে এমনটাও অভিযোগ উঠেছে যে মৃতদের পরিবারের সব অভিযোগ তারা শোনেনি। এদিন শুনানিতে এই বিষয়ে সুপ্রিম কোর্টে অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

ভাইরাল ভিডিও:
ওই ঘটনার পর একটি ভিডিও ভাইরাল (Viral) হয়। সেই ভিডিওতে দেখা যায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন কৃষকরা। আচমকাই পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারল একটি গাড়ি। বনেটের ওপর আছড়ে পড়লেন এক বৃদ্ধ কৃষক। তারপর পড়ে যান মাটিতে। আরও একজন ধাক্কা খান।  বেপরোয়া গতিতে বেরিয়ে যায় ওই এসইউভি। কৃষকদের অভিযোগ, লখিমপুর খেরিতে তাঁরা যখন রাস্তার একপাশ দিয়ে মিছিল করে যাচ্ছিলেন, তখন বিনা প্ররোচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিসের দলবল কৃষকদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেন। ভিডিও-য় দেখা যাচ্ছে, দল বেঁধে চলা কৃষকদের পিছন থেকে এসে ধাক্কা মেরে বেরিয়ে যাচ্ছে গাড়ি। তবে গাড়িটি কে চালাচ্ছিলেন, তা ছবিতে পরিষ্কার বোঝা যাচ্ছে না।  যদিও এই ভিডিওর সত্যতা এবিপি আনন্দ যাচাই করেনি।  

আরও পড়ুন: রাজস্ব বাবদ আয় বৃদ্ধিই লক্ষ্য, কেন্দ্রের নজরে ১৪৩ নিত্যপণ্য, বাড়ানো হতে পারে GST

Continues below advertisement
Sponsored Links by Taboola