নয়াদিল্লি: পঞ্জাবে সরকার গঠনের পথে আম আদমি পার্টি (Aam Aadmi Party)। দিল্লি পেরিয়ে এবার প্রতিবেশী রাজ্যে সরকার গঠন করতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের দল (Arvind Kejriwal)। "কেজরিওয়াল মডেলকে সুযোগ দিয়েছে পঞ্জাব। আজ জাতীয় স্তরে তাঁর মডেল প্রতিষ্ঠা হল। এটা সাধারণ মানুষের জয়।'' পঞ্জাবে আম আদমি পার্টির সাফল্যে প্রতিক্রিয়া আপ নেতা মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। একইসঙ্গে  গোয়া এবং উত্তরাখণ্ডের দলের ফল দেখে তিনি বলেন, “আমরা গোয়া, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশেও প্রার্থী দিয়েছিলাম। কিন্তু লক্ষ্য ছিল পঞ্জাব। ধীরে ধীরে সংশ্লিষ্ট রাজ্যগুলিও আমাদের দলে বিশ্বাস করবে।










 


শেষ পাওয়া খবর অনুযায়ী, 


পঞ্জাব



  • আপ  ৮৯

  • কংগ্রেস  ১৪

  • শিরোমণি অকালি দল  ৯

  • বিজেপি ৪

  • অন্যান্য ১


পাঞ্জাবে ভোট হয়েছে ১১৭টি আসনে। সেখানে আম আদমি পার্টির জয়জয়কার। আপ একাই পেয়েছে ৮৯টি আসন। ম্যাজিক ফিগার ৫৯। কংগ্রেস ১৪, শিরোমণি অকালি দল ৯, বিজেপি ৪টি আসনে এগিয়ে রয়েছে। চমকৌর সাহিব ও ভাদৌর এই দুটি কেন্দ্রেই পিছিয়ে রয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি, অমৃতসর পূর্ব কেন্দ্রে পিছিয়ে নভজ্যোৎ সিং সিধু। প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং পিছিয়ে পাটিয়ালা কেন্দ্রে। 


আরও পড়ুন: Narendra Modi: চার রাজ্যে একক বৃহত্তম দল বিজেপি, বিকেলে সদর দফতরে যেতে পারেন মোদি