নয়া দিল্লি : সি ভোটারের বুথ ফেরত সমীক্ষাই সত্যি প্রমাণিত হতে চলেছে ? পাঞ্জাবে কি এবার ক্ষমতা দখল করতে চলেছে আম আদমি পার্টি (Aam Admi Party) ? ফলাফলের প্রাথমিক ট্রেন্ডে অন্তত সেরকমই ইঙ্গিত। এখনও পর্যন্ত ৯০টি আসনে এগিয়ে আপ। ম্যাজিক ফিগার ৫৯-এর বেশি।
দেখে নিন অন্যান্যরা কোথায় দাঁড়িয়ে ?
কংগ্রেস- ১৩
শিরোমণি অকালি দল- ৯
বিজেপি- ৪
অন্যান্য- ১
সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছিল, পাঞ্জাবে এবার পালা বদলের ইঙ্গিত। কংগ্রেসের থেকে ক্ষমতা দখল করতে পারে আম আদমি পার্টি। সি ভোটারের Exit poll-এ ইঙ্গিত দেয়,পাঞ্জাব বিধানসভার ১১৭টি আসনের মধ্যে আম আদমি পার্টি একাই জয়ী হতে পারে ৫১ থেকে ৬১টি আসনে। অর্থাৎ ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলার ইঙ্গিত।
২২ থেকে ২৮টি আসন পেতে পারে কংগ্রেস। ২০ থেকে ২৬টি আসনে জয়ী হতে পারে শিরোমণি অকালি দল ও বিএসপি জোট। বিজেপি ও অমরিন্দর সিংহের দলের জোটের ঝুলিতে যেতে পারে মাত্র ৭ থেকে ১৩টি আসন। ১ থেকে ৫টি আসন পেতে পারে অন্য দলগুলি।
আরও পড়ুন ; প্রাথমিক ট্রেন্ডে ভাল ফলের ইঙ্গিত সৈকত রাজ্যে, গোয়ায় কোথায় দাঁড়িয়ে তৃণমূল
সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, প্রাপ্ত ভোট শতাংশের নিরিখে,৩৯ শতাংশ ভোট পেতে পারে আম আদমি পার্টি। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ২৭ শতাংশ ভোট।২১ শতাংশ ভোট পেতে পারে শিরোমণি আকালি দল।এছাড়া বিজেপি-অমরিন্দর জোট ১০ শতাংশ ও অন্য দলগুলি ৩ শতাংশ ভোট পেতে পারে বলে সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত।
সি ভোটারের Exit poll-এর ক্ষেত্রে সমীক্ষকরা কথা বলেছেন পাঞ্জাবেরর ১৬ হাজার ৫৩৩ জন ভোটারের সঙ্গে। মার্জিন অফ এরর - প্লাস মাইনাস ৩ শতাংশ।
বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত মিলে গেলে পঞ্জাবে যে কংগ্রেস ধাক্কা খাচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না। অমরিন্দর সিংহকে বদলে চরণজিৎ সিংহ চন্নিকে মুখ্যমন্ত্রী করে কংগ্রেস যে সাফল্যের আশা করছিলেন, তা সফল হয়নি বলেই ইঙ্গিত দেয় সি ভোটার সমীক্ষা। অন্যদিকে, পঞ্জাবে প্রভাব বিস্তারের চেষ্টায় সাফল্য মিলতে পারে অরবিন্দ কেজরিওয়ালের দলের। তারা প্রথমবার রাজ্যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা গরিষ্ঠতা পেয়ে যেতে পারে। এমনই ইঙ্গিত সি ভোটারের সমীক্ষায়। সেই দিকেই কার্যত এগিয়ে আপ, অন্তত তা-ই বলছে প্রাথমিক ফল।