নয়া দিল্লি : বিজেপি-তে যোগ দিচ্ছেন না। স্পষ্ট করে দিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। তবে, অবশ্যই কংগ্রেস ছাড়বেন বলে এনডিটিভি-কে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানান তিনি।


ক্যাপ্টেন বলেন, আমি এখনও পর্যন্ত কংগ্রেসে আছি। কিন্তু, কংগ্রেসে থাকব না। আমার সঙ্গে এধরনের ব্যবহার মেনে নেব না। গত ৫২ বছর ধরে রাজনীতিতে আছি। আমার সঙ্গে এরকম ব্যবহার করা হল। বেলা সাড়ে ১০টার সময় কংগ্রেস সভাপতি বললেন পদত্যাগ করতে। আমি কোনও প্রশ্ন করিনি। বিকেল ৪টেয় আমি রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগ করি। যদি ৫০ বছর পর আমাকে কেউ সন্দেহ করেন, তাহলে আমার বিশ্বাসযোগ্যতাই বিপদে পড়বে। যদি আমার ওপর কোনও বিশ্বাস না থাকে, তাহলে দলে থেকে আমার লাভ কী ?


অমরিন্দর সিংহ সোনিয়া গাঁধীকে জানিয়েছেন যে, তাঁকে তিন বার অপমান করেছে দল। ক্যাপ্টেন বলেন, আমি আমার অবস্থান কংগ্রেসের কাছে স্পষ্ট করে দিয়েছি যে, আমার সঙ্গে এরকম ব্যবহার করা যাবে না। আমি এখনও কংগ্রেস থেকে ইস্তফা দিইনি। কিন্তু, এমন কোনও জায়গায় কী করে কেউ থাকতে পারেন যেখানে তাঁর ওপর বিশ্বাসই নেই। আমি আমার অবস্থান স্পষ্ট করেছি। যেখানে বিশ্বাসই নেই, সেখানে চালিয়ে যাওয়া যায় না। 


এদিকে বুধবার সন্ধেয় অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন পাঞ্জাবের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ। এনিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এবার কী তাহলে 'হাত' শিবিরের চিন্তা বাড়িয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন অমরিন্দর। এই প্রশ্নের উত্তরে ক্যাপ্টেন স্পষ্ট জানিয়ে দেন, তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন না। 


এদিকে পাঞ্জাব কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন তাঁর কঠোর প্রতিদ্বন্দ্বী নভজ্যোৎ সিংহ সিধু। সিধু প্রসঙ্গে ক্যাপ্টেন বলেন, সিধু এক জন অপরিণত মানুষ। আমি এটা বারবার বলেছি যে, উনি স্থিতিশীল নন। উনি টিম প্লেয়ারও নন। একা চলতে ভালোবাসেন। কীভাবে উনি প্রধান হিসেবে পাঞ্জাব কংগ্রেসকে সামলাবেন ? তার জন্য একজন টিম প্লেয়ার হওয়া প্রয়োজন। যেটা সিধু নন।