নয়াদিল্লি: বিদেশ থেকে এলে ৭ দিনের কোয়ারেন্টিন আর বাধ্যতামূলক নয়। বিমানবন্দরে করোনা পরীক্ষার ফল নেগেটিভ হলে প্রয়োজন নেই কোয়ারেন্টিনের। ১৪ ফেব্রুয়ারি থেকে কোভিডের নতুন নির্দেশিকা জারি করতে চলেছে কেন্দ্র। নয়া এই নির্দেশিকা অনুযায়ী, ‘দেশে ফেরার পর ১৪ দিন নিজেকেই খেয়াল রাখতে হবে স্বাস্থ্যের। কোনও উপসর্গ লক্ষ্য করলে চলে যেতে হবে আইসোলেশনে। খবর দিতে হবে কাছের স্বাস্থ্য কেন্দ্রে।’


নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভি কে পল জানান, ‘দেশের করোনা পরিস্থিতির দ্রুত উন্নতি হচ্ছে। ১৭ দিনের মধ্যে দেশে সংক্রমণ হার কমল ১৬ শতাংশ।২৪ জানুয়ারি দেশে সংক্রমণ-হার ছিল ২০.৭৫ শতাংশ। বর্তমানে দেশে করোনা সংক্রমণ-হার ৪.৪৪ শতাংশ। 


দেশজুড়ে কোভিড সংক্রমণের গ্রাফ কমায় ১০০ শতাংশ অফিসে উপস্থিতির ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ৭ ফেব্রুয়ারি আজ থেকেই কার্যকর হয়েছে এই নিয়ম। রবিবার এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।


এ প্রসঙ্গে রবিবার আলোচনায় বসেছিলেন সেন্ট্রাল পার্সোনেল, পাবলিক গ্রিভেন্সেস অ্যান্ড পেনশন মন্ত্রকের মন্ত্রী জিতেন্দ্র সিং। কেন্দ্রীয় সরকারি কর্মীদের অফিসে উপস্থিতি নিয়ে এদিন একটি রিভিউ মিটিং করেন তিনি। এরপরই কর্মীদের জন্য সরকারি অফিসে ১০০ শতাংশ উপস্থিতির সিদ্ধান্ত নেন মন্ত্রী। তবে অফিসে কর্মীরা এলেও পুরোপুরি কোভিড বিধি মানার ওপর জোর দিয়েছে সরকার। মন্ত্রকের তরফে বলা হয়েছে, কর্মীরা যাতে কোভিড স্বাস্থবিধি মেনে মাস্ক পরেন সেদিকে নজর রাখবে বিভাগীয় প্রধানরা। 


উল্লেখ্য, দেশে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ফের বারোশো পার করেথে। তবে কমেছে দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৪১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ২১৭। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৮৪ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭১ হাজার  ৩৬৫।  


দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৪ লক্ষ ৭৮ হাজার ৬০ জন। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৬ হাজার ৫২০ জনের। দৈনিক পজিটিভিটি রেট কমে হল ৪ দশমিক ৪৪ শতাংশ।