নয়াদিল্লি: অগ্নিপথ প্রকল্প নিয়ে ফের সুর চড়ালেন রাহুল গাঁধী (Rahul Gandhi)। বুধবার তিনি দাবি করেন, অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে দেশের সেনাকে দুর্বল করবে কেন্দ্রীয় সরকার। সঙ্গে তাঁর হুঁশিয়ারি, কৃষি আইন (Farm Law) নিয়েও যেমন পিছু হঠতে হয়েছিল কেন্দ্রীয় মোদি সরকারকে। ঠিক সেভাবেই অগ্নিপথ (Agnipath Scheem) প্রকল্পও তুলে নেওয়ার ঘোষণা করতে হবে মোদি সরকারকে। দিল্লিতে কংগ্রেস সাংসদ ও বিধায়কদের নিয়ে হওয়া একটি দলীয় সভায় এমন হুঁশিয়ারি শোনা যায় তাঁর মুখে। এই ইস্যুতে দেশের যুব সম্প্রদায় কংগ্রেসের (Congress) সঙ্গেই রয়েছে বলেও দাবি করেন তিনি। 


চিন-প্রসঙ্গ:
অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা করতে গিয়ে চিন-প্রসঙ্গও উঠে আসে তাঁর মুখে। তাঁর অভিযোগ, যখন চিনা সেনা (China Army) ভারতের জমিতে বসে রয়েছে তখন ভারতীয় সেনাকে শক্তিশালী করার বদলে দুর্বল করছে।


কর্মীদের ধন্যবাদ:
সম্প্রতি ন্যাশনাল হেরাল্ড (National Herald) মামলায় রাহুল গাঁধীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। টানা ঘণ্টার পর ঘণ্টা ধরে চলেছে জিজ্ঞাসাবাদ। এই নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন কংগ্রেস নেতা-কর্মীরা। রাজধানীতে তো বটেই। তারই সঙ্গে সারা দেশ জুড়ে প্রতিটি রাজ্যে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন হাতশিবিরের নেতা-কর্মীরা। দিল্লির বুকে প্রতিবাদ জানানোর সময়ে পুলিশের হাতে হেনস্থারও অভিযোগ উঠেছে। বাধাবিপত্তি উপেক্ষা করে এই বিক্ষোভ করার জন্য কংগ্রেস নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন রাহুল গাঁধী।


বেকারত্ব নিয়ে সরব:  
দেশের কর্মসংস্থান-পরিস্থিতি নিয়ে মোদি সরকারকে নিশানা করেছেন রাহুল। এখন দেশের সবচেয়ে বড় সমস্যা হল বেকারত্ব (Unemployment)। কিন্তু ছোট ও মাঝারি ব্যবসায়ীদের ক্ষতি করে কেন্দ্রীয় সরকার 'দেশের মেরুদণ্ড' ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেন কংগ্রেস সাংসদ। এর আগেও রাহুল অভিযোগ করেছিলেন, শুধুমাত্র কয়েকজন বড় শিল্পপতির স্বার্থ দেখেন প্রধানমন্ত্রী। এদিনও ফের একই অভিযোগ করেন তিনি।


আরও পড়ুন: কোভিড আক্রান্ত উদ্ধব ঠাকরে, নয়া ধাক্কা শিব সেনা শিবিরে?