মুম্বই: সরকার টালমাটাল, 'বিদ্রোহী' একাধিক বিধায়ক। তার মাঝেই আরও একটি খারাপ খবর শিব সেনা (Shiv Sena) শিবিরে। কোভিড (Covid) আক্রান্ত হলেন শিবসেনা প্রধান এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। বুধবার তাঁর কোভিড আক্রান্ত হওয়ার রিপোর্ট মেলে। সংবাদ সংস্থা এএনআই (ANI) সূত্রের খবর, বিষয়টি জানিয়েছেন কংগ্রেস নেতা কমল নাথও (Kamal Nath)। সূত্রের খবর, কমল নাথ জানিয়েছেন তাঁর উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্তু মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কোভিড আক্রান্ত হওয়ায় তা আর সম্ভব হচ্ছে না। মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিও কোভিড আক্রান্ত হয়েছেন। 


 






শিব সেনায় বিদ্রোহ:
অন্তত জনা চল্লিশ বিধায়ককে নিয়ে শিবসেনা নেতা একনাথ শিন্ডে (Eknath Shinde) বিদ্রোহ ঘোষণা করেছেন। অনুগামীদের নিয়ে তিনি চলে গিয়েছেন বিজেপি শাসিত রাজ্য অসমের গুয়াহাটিতে। যা নিয়ে এখন প্রবল টালমাটাল পরিস্থিতি শিবসেনার অন্দরে। বারবার আলোচনা করেও সমস্যার সুরাহা হয়নি। এই পরিস্থিতিতে উদ্ধব ঠাকরে কোভিড আক্রান্ত হওয়ায় শিবসেনা আরও সমস্যার মুখে পড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।


সূত্রের খবর, রাজ্যপালের সঙ্গে দেখা করার কথা ছিল বিদ্রোহী বিজেপি নেতা একনাথ শিন্ডের। কিন্তু তিনি কোভিড আক্রান্ত হওয়ার খবর আসায় সেই মিটিং বাতিল হয়। রাজ্যপাল কোশীয়ারিকে মুম্বইয়ের এইচএন রিলায়েন্স ফাউন্ডেশনে ভর্তি করা হয়েছে।


টুইটে জল্পনা:
এরই মধ্যে, বুধবারই শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের (Sanjay Raut) একটি পোস্ট ঘিরে বেড়েছে গুঞ্জন। তিনি একটি টুইট করেন, যেখান তিনি লিখেছেন, 'মহারাষ্ট্রের যা রাজনৈতিক পরিস্থিতি চলছে, তা বিধানসভা ভাঙার দিকে এগোচ্ছে'। তার পরেই রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়, উদ্ধব ঠাকরে পদত্যাগ করবেন কিনা। যদিও সেটা স্রেফ জল্পনা স্তরেই রয়েছে। 


 
আরও পড়ুন: মহারাষ্ট্রে পরিস্থিতি আরও ঘোরাল, ৪০ বিধায়ককে সঙ্গে নিয়ে সুরাত থেকে গুয়াহাটি চলে গেলেন শিন্ডে