উদয়পুর (রাজস্থান) : একটি পরিবার থেকে এক ব্যক্তিই যাতে ভোটে টিকিট পান তা নিশ্চিত করতে হবে। রাজস্থানের উদয়পুরে নব সঙ্কল্প শিবির থেকে এই সওয়াল করলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী (Rahul Gandhi)।
তিনি বলেন, "আমাদের সংগঠনের সঙ্গে যেসব পরিবারের সদস্যরা জড়িত তাঁদের বিষয়ে আমাদের একটা নিয়ন্ত্রণ রাখা গুরুত্বপূর্ণ। তাঁদের কাজ ও উন্নতি করতে দেওয়া উচিত। তারপর সংগঠনের সঙ্গে যুক্ত হোক তাঁরা। কিন্তু, এমন কোনও পরিস্থিতির সৃষ্টি হওয়া উচিত নয় যেখানে একই পরিবারের ৫ থেকে ৭ জন সদস্য সংগঠনে থাকবেন।"
এর পাশাপাশি কেন্দ্রকে একহাত নেন রাহুল। মোদি সরকারকে নিশানা করে বলেন, "দেশের যুব প্রজন্মের রোজগার নেই। একদিকে বেকারত্ব, অন্যদিকে মূল্যবৃদ্ধি। অবিলম্বে কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারলে, তা বিপর্যয় ডেকে আনবে। এর জন্য দায়ী কে ? বিজেপি দায়ী, কেন্দ্রের সরকার দায়ী।" কংগ্রেস কর্মীদের বার্তা দিয়ে তিনি আরও বলেন, "কংগ্রেস কর্মীদেরও দায়িত্ব আছে, ভাবাদর্শের লড়াই জারি রাখতে হবে। আমাদের মানুষের সঙ্গে থাকতে হবে, লড়াই জারি রাখতে হবে।"
এদিকে ২ অক্টোবর অর্থাৎ গাঁধী জয়ন্তীর দিন থেকে দেশব্যাপী কর্মসূচি নিতে চলেছে কংগ্রেস। 'জাতীয় কন্যাকুমারী থেকে কাশ্মীর ভারত জোড়ো যাত্রা' কর্মসূচি গ্রহণ করবে কংগ্রেস। সেখানে দলের তরুণদের পাশাপাশি সকলেই যোগ দেবেন । আজ এমনই ঘোষণা করেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গাঁধী। "আমার মতো সিনিয়ররা যাতে সহজেই যোগ দিতে পারি সেব্যাপারে কোনও রাস্তা গ্রহণ করতে হবে। আমরা সফল হব। এটাই আমাদের অঙ্গীকার, এটাই আমাদের নব সঙ্কল্প।" বলেন সোনিয়া।