জয়পুর: করোনায় বিপর্যস্ত দেশ ৷ প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে ৷ ঠিক যেন গতবছরের ছবিটাই আবার ফিরে এসেছে ৷ পরিস্থিতি যতোই ভয়াবহ হোক না কেন, ডাক্তার, হাসপাতালকর্মী, পুলিশকর্মীদের মতো কোভিড যোদ্ধাদের এই সময় কোনও ছুটি নেই ৷ বরং কাজ এবং ডিউটির সময় তাঁদের আরও বেড়েই চলেছে ৷ রাজস্থানের দুঙ্গারপুর কোতওয়ালিতে ঠিক এমন দৃশ্যই দেখা গেল সম্প্রতি ৷ একজন মহিলা পুলিশ কনস্টেবলের বিয়ের গায়ে হলুদ পর্বের আয়োজন করা হয়েছিল পুলিশ স্টেশনের মধ্যেই ! কারণ আর কোনও উপায় নেই ৷ এই কোভিড আবহে যে সবার ছুটিই বাতিল ! বিয়ের জন্য আগের থেকেই ছুটি নেওয়া থাকলেও সেটা আর শেষপর্যন্ত হয়ে ওঠেনি ৷ তাই গায়ে হলুদ পর্ব সারা হল পুলিশ স্টেশনের মধ্যেই ৷
জানা গিয়েছে, পুলিশ কনস্টেবল আশার বিয়ে ঠিক হয়েছিল গত বছর মে মাসে ৷ তারপর সেটা পিছিয়ে দেওয়া হয় লকডাউনের কারণে ৷ বিয়ের তারিখ ঠিক হয় এ বছর ৩০ এপ্রিল ৷ কিন্তু ফের একবার একই পরিস্থিতি দেশে ৷ এবার আর তাই বিয়ে পিছোতে রাজি ছিলেন না আশা এবং তাঁর পরিবার ৷ তাই ছুটি বাতিল হওয়ার পরেও আশার গায়ে হলুদের অনুষ্ঠান আয়োজন করা হয় পুলিশ স্টেশনের মধ্যেই ৷ অন্যান্য পুলিশকর্মীরাই তাঁকে এই কাজে সাহায্য করেন ৷
এদিকে দেশে দৈনিক করোনা সংক্রমণে ফের নতুন রেকর্ড। একদিনে আক্রান্ত প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ। সর্বকালীন রেকর্ড দৈনিক মৃত্যুর সংখ্যাতেও। মৃত্যু পার করল আড়াই হাজার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪-ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৪৬ হাজার ৭৮৬ জন। মৃত্যু হয়েছে ২,৬২৪ জনের। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লক্ষ ১৯ হাজার ৮৩৮ জন। কেন্দ্রের তথ্য অনুযায়ী, দেশে করোনায় এখনও পর্যন্ত মারা গিয়েছেন ১ লক্ষ ৮৯ হাজার ৫৪৪ জন। বর্তমানে কোভিড আক্রান্তের সংখ্যা ২৫ লক্ষ ৫২ হাজার ৯৪০ জন।