Jobs In IBPS: ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন প্রোগ্রামিংয়ের সহকারী পদে আবেদনের বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এই নিয়োগের জন্য ১৪ ডিসেম্বর  ওয়াক-ইন-ইন্টারভিউতে অংশ নিতে পারবেন। সাক্ষাৎকারের ঠিকানা নিচে দেওয়া হল।


IBPS Recruitment: প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড
বিজ্ঞপ্তি বলছে, এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই B.Tech/ B.Sc- IT/ B.C.A/ B.Sc./ B.Tech কম্পিউটার সায়েন্সের ডিগ্রি থাকতে হবে। নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স ২৩ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।


Jobs In IBPS: প্রার্থী নির্বাচন এইভাবে হবে
এই পদগুলির জন্য প্রার্থীদের নির্বাচন ওয়াক-ইন-ইন্টারভিউয়ের ভিত্তিতে হবে। যার মধ্যে রয়েছে নথি যাচাই, সংক্ষিপ্ত তালিকা তৈরি, অনলাইন পরীক্ষা ও ব্যক্তিগত সাক্ষাৎকার। সাক্ষাত্কারটি IBPS, মুম্বাইতে অনুষ্ঠিত হবে। প্রার্থীকে অবশ্যই আবেদনের সঙ্গে তিনটি সেট ফটোকপি ও যথাযথভাবে A-4 কাগজে (মূল + ২টি ফটোকপি) ছাড়াও  সব প্রয়োজনীয় নথি ও আসল শংসাপত্রগুলি সঙ্গে আনতে হবে।


IBPS Recruitment: যেখানে সাক্ষাৎকার হবে
প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন, IBPS হাউস, 90 ফিট ডিপি রোড, ঠাকুর পলিটেকনিকের পাশে, WE হাইওয়ে, কান্দিভালি (পূর্ব), মুম্বাই 400101-এ। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত রিপোর্টিং টাইম। প্রার্থীদের আবেদন করার আগে বিজ্ঞপ্তিতে বিশদে সব বিষয় দেখে নিতে হবে।


Jobs In Sail: ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকলে আপনার জন্য হতে পারে সেরা সুযোগ। সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। আগ্রহী চাকরিপ্রার্থীদের অনলাইনে এই বিষয়ে আবেদনপত্র পূরণ করতে অফিশিয়াল ওয়েবসাইট দেখে নিতে হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের শেষ তারিখ ১৪ ডিসেম্বর রাখা হয়েছে।


​​​​SAIL Recruitment 2022: স্টিল অথরিটি অফ ইন্ডিয়া এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ১৭টি পদে নিয়োগ করবে। আবেদন করার জন্য প্রার্থীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BE/B.Tech ডিগ্রি ও অন্যান্য নির্ধারিত যোগ্যতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।


আরও পড়ুন : ​​​​SAIL Recruitment 2022: স্টিল অথরিটি দিচ্ছে সুযোগ,ইঞ্জিনিয়ারিং পাশ হলেই চাকরি


Education Loan Information:

Calculate Education Loan EMI