মুম্বই : জিও ওয়ার্ল্ড ড্রাইভ। বৃহস্পতিবার এই প্রিমিয়াম মলের ঘোষণা করল রিলায়েন্স। ১৭.৫ একর জায়গাজুড়ে এই মল মুম্বইয়ের মূল বাণিজ্যকেন্দ্র বান্দ্রা কুর্লা কমপ্লেক্স চত্বরে তৈরি হয়েছে।
প্রেস বিবৃতি অনুযায়ী, এই এলাকাটি হবে মুম্বইয়ের প্রথম রুফটপ ড্রাইভ-ইন থিয়েটার এবং এতে ৭২টি আন্তর্জাতিক ও ভারতীয় ব্র্যান্ড, বিশ্বের ২৭ রকমের রন্ধনপ্রণালী, একটি ওপেন-এয়ার উইকএন্ড কমিউনিটি মার্কেট এবং পোষ্য-বান্ধব পরিষেবা থাকবে।
রিলায়েন্স ব্র্যান্ডস লিমিটেড-এর সিইও দর্শন মেহতা বলেন, জিও ওয়ার্ল্ড ড্রাইভ খোলার সাথে সাথে বান্দ্রা কুর্লা কমপ্লেক্স মুম্বইয়ের নতুন সামাজিক মাধ্যাকর্ষণ কেন্দ্র হতে চলেছে। মুম্বইয়ের কেন্দ্রস্থলে এই জাতীয় খুচরো বিক্রয়কেন্দ্র থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তের জিনিসের নতুন অভিজ্ঞা তৈরি হতে চলেছে। আসন্ন জিও ড্রাইভ ইন থিয়েটার অবশ্যই দেখার গন্তব্যস্থলে পরিণত হবে। সকলের জন্য যা আনন্দের মুহূর্ত হয়ে উঠবে।
রিলায়েন্সের নতুন খাদ্য ও মুদির কনসেপ্ট স্টোর ফ্রেশপিকও থাকবে জিও ওয়ার্ল্ড ড্রাইভে। ২৯০টি গাড়ির ধারণ ক্ষমতাসম্পন্ন রুফটপ জিও ড্রাইভ-ইন থিয়েটারটির পরিচালনা করবে পিভিআর। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই এলাকাটি ভারতে প্রথমবারের মতো মাইজন পিভিআর ফ্ল্যাগশিপ সিনেমা কনসেপ্টেরও প্রবর্তন করবে। এতে ৬টি অত্যাধুনিক মাল্টিপ্লেক্স থিয়েটার, প্রিভিউ থিয়েটার এবং ভিআইপি অতিথিদের জন্য পৃথক প্রবেশদ্বার থাকছে।
আরও পড়ুন ; ১১৮৩ কোটি টাকায় এয়ারটেলের থেকে স্পেকট্রাম ব্যবহারের অধিকার কিনল রিলায়েন্স জিও
দর্শন মেহতা বলেছেন, আমাদের গবেষণা ইঙ্গিত দিচ্ছে যে গ্রাহকরা অন্য ধরনের অভিজ্ঞতার জন্য বেরিয়ে আসতে প্রস্তুত। এমন জায়গায় যেখানে প্রিয়জনদের সঙ্গে একাধিক সংবেদনশীল অভিজ্ঞতা হতে পারে। জিও ওয়ার্ল্ড ড্রাইভে আমরা ঠিক এটাই সরবরাহ করার লক্ষ্য নিয়েছিলাম।
এর পাশাপাশি জানানো হয়েছে যে, যাঁরা করোনা ভ্যাকসিনের দুটি ডোজই সম্পূর্ণ করেছেন এবং তাঁদের দ্বিতীয় শট থেকে ১৪ দিনের সময়সীমা অতিক্রম করে ফেলেছেন, তাঁদেরই জিও ওয়ার্ল্ড ড্রাইভে প্রবেশের অনুমতি দেওয়া হবে।