Rupee Circulation: ডিজিটাল হওয়ার পথে ভারত! ২০ বছরে সর্বনিম্নে নগদের জোগান

Indian Economy: ব্যবসায়িক এবং ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রে বরাবরই ডিজিটাল মাধ্যমের উপর জোর দিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার।

Continues below advertisement

নয়াদিল্লি: উৎসবের মরসুমে ডিজিটাল মাধ্যমে লেনদেন বেড়েছে। কেন্দ্রের জিএসটিবাবদ আয়ের হিসেবেই প্রমাণ মিলেছে তার। ডিজিটাল মাধ্যমে লেনদেনের এই জিগির (Digital Payments), প্রভাব ফেলছে দেশের অর্থনীতিতেও। চলতি বছরের দীপাবলিতে বাজারে নগদের জোগান সবচেয়ে নিচে এসে ঠেকল, যা বিগত ২০ বছরে এই প্রথম (Rupee Circulation)।

Continues below advertisement

চলতি বছরে দীপবলির সপ্তাহে বাজারে নগদের জোগান সর্বকালীন নিচে!

ব্যবসায়িক এবং ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রে বরাবরই ডিজিটাল মাধ্যমের উপর জোর দিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। এ যাবৎ নগদ নির্ভর ভারতীয় অর্থনীতিতে ইদানীং তার প্রভাব পরিলক্ষিত হয়েছে একাধিক বার। কিন্তু চলতি বছরে, দীপাবলির সপ্তাহে আগের সব হিসেব উল্টেপাল্টে গেল বললেও অত্যূক্তি হয় না।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার Ecowrap গবেষণা (SBI) রিপোর্ট বলছে, প্রযুক্তির উন্নয়ন ভারতীয় অর্থনীতিতে লেনদেনের গতিমুখ বদলে দিয়েছে। নগদ নির্ভর ভারতীয় অর্থনীতি স্মার্টফোন-নির্ভর লেনদেনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে।

আরও পড়ুন: Himachal Pradesh Assembly Elections 2022: টিকা দিয়ে রক্ষা করেছেন মোদিজি, তাই বিজেপি-কে বাঁচানো কর্তব্য সকলের, ভোটের প্রচারে বললেন নাড্ডা

এসবিআই-এর অর্থনৈতিক উপদেষ্টা সৌম্যকান্তি ঘোষ ওই গবেষণার নেপথ্যে। তিনি সংবাদমাধ্যমে বলেন, “কেন্দ্রীয় সরকার ডিজিটাল অর্থনীতিকে প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার যে নিরন্তর চেষ্টা চালিয়ে এসেছে, তারই প্রতিফলন চোখে পড়ছে। ইউপিআই, ওয়ালেটস, পিপিআই মারফত লেনদেন অত্যন্ত সহজ হয়ে গিয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও পাঠানো যাচ্ছে টাকা।”

সৌম্যকান্তি ঘোষের কথায়, বিগত কয়েক বছরে প্রযুক্তি এত ব্যাপ্তি পেয়েছে যে QR কোড, NFC-র মাধ্যমে লেনদেনেও বহু মানুষ শামিল হয়েছেন। এমনকি তাবড় প্রযুক্তি সংস্থাও লেনদেনের মাধ্যম হিসেবে বেছে নিয়েছে এই ধরনের পরিষেবাকে।“

ডিজিটাল লেনদেন নির্ভর অর্থনীতিতে টাকা বাঁচবে সরকারের!

নগদনির্ভর থেকে ভারতের অর্থনীতি ডিজিটাল-নির্ভর হওয়ায় রিজার্ভ ব্যাঙ্ক এবং কেন্দ্রীয় সরকারের আখেরে লাভই হয়েছে বলে মত অর্থনৈতিক বিশেষজ্ঞদের। এতে টাকা ছাপার খরচ বাঁচবে সরকারের। চালাতে হবে না টাঁকশালও। অর্থনীতিতে নগদের উপর নির্ভরতাও কমবে, যা গোড়া থেকেই লক্ষ্য ছিল কেন্দ্রের।

Continues below advertisement
Sponsored Links by Taboola