নয়াদিল্লি: শিনা বরা হত্যা মামলায় (Sheena Bora Murder Case) অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের (Indrani Mukherjea) জামিন মঞ্জুর। আইএনএক্স মিডিয়ার প্রাক্তন আধিকারিক ইন্দ্রাণীর জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। প্রায় সাড়ে ছ'বছর জেলবন্দি থাকার পর শীঘ্রই জেল থেকে মুক্তি পাবেন তিনি। ইন্দ্রাণীর জামিন মঞ্জপুর করতে গিয়ে বুধবার আদালত বলে, "ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের জামিন মঞ্জুর করছি আমরা সাড়ে ছ'বছর বড্ড লম্বা সময়।" পরতে পরতে টানাটান রহস্য, সম্পর্কের টানাপোড়েনে মোড়া শিনা বরা মামলায় ইন্দ্রাণীই মূল অভিযুক্ত। আগের পক্ষের নিজের মেয়েকে তিনিই খুন করেন বলে অভিযোগ। 


ইন্দ্রাণীর জামিন মঞ্জুর আদালতের


২০১৫ সাল থেকে জেলবন্দি ইন্দ্রাণী। ২০১২ সালে তিনি মেয়েকে খুন করেন বলে অভিযোগ। বুধবার জামিনের আবেদনের শুনানি চলাকালীন আদালত বলে, "জেলে অনেকটা সময় কাটিয়ে ফেলেছেন উনি। তাই শর্তসাপেক্ষে জামিন পাওয়ার অধিকার রয়েছে ওঁর। মামলার সারবত্তা নিয়ে কোনও মতামত জানাব না আমরা, এতে মামলার শুনানির উপর প্রভাব পড়তে পারে।" তবে খুব শীঘ্র মামলার নিষ্পত্তি হওয়ার কোনও সম্ভাবনা যে নেই, সেই ইঙ্গিতও দিয়ে রেখেছে আদালত। কারণ এখনও পর্যন্ত ৫০ শতাংশ সাক্ষীর বয়ানই গ্রহণ করা হয়নি। তবে পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতেই মূলত ইন্দ্রাণীর বিরুদ্ধে মামলা চলছে বলেও মন্তব্য করে আদালত।


আরও পড়ুন: Rajiv Gandhi Assassination Case: জেলবন্দি ৩১ বছর, রাজীব হত্যায় দোষী সাব্যস্তকে মুক্ত করার নির্দেশ সুপ্রিম কোর্টের


মিডিয়া কর্ণধার পিটার মুখোপাধ্যায়ের স্ত্রী ইন্দ্রাণীর নাম শিনা বরা মামলায় উঠে আসায় সেই সময় তোলপাড় শুরু হয় দেশ জুড়ে। তদন্তে জানা যায়, ২০১২ সালের এপ্রিল মাসে প্রাক্তন স্বামী সঞ্জীব খন্না, গাড়ির চালক শ্যামবর রাইয়ের সঙ্গে মিলে নিজেরই আগের পক্ষের মেয়ে, ২৪ বছরের শিনাকে গলা টিপে খুন করে জঙ্গলে জ্বালিয়ে দেন ইন্দ্রাণী। আজও সেই মামলা চলছে। 


শিনা বেঁচে রয়েছেন বলেও সম্প্রতি দাবি করেন ইন্দ্রাণী


এর মধ্যেই গত বছর ডিসেম্বরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI) ডিরেক্টরকে চিঠি লেখেন ইন্দ্রাণী। তাতে মেয়ে শিনা বেঁচে রয়েছে, কাশ্মীরে বহাল তবিয়তে রয়েছে বলে দাবি করেন ইন্দ্রাণী। জেলে বসেই মেয়ের শিনার বেঁচে থাকার খবর জানতে পেরেছেন বলে দাবি করেন। তবে কার কাছ থেকে ওই তথ্য পেলেন ইন্দ্রাণী, তার সত্যতাই বা কতটা, এ সব নিয়ে কোনও সদুত্তর মেলেনি।