মুম্বই: অন্তত তিন থেকে চার বার 'ন্যাচারাল অ্যালাই' (natural ally) বিজেপির (bjp) হাত ধরতে অনুরোধ করা হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী ও শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেকে (uddhav thackeray)। বিস্ফোরক দাবি মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের (eknath shinde)। যে শিবসেনা বিধায়করা ঠাকরে শিবির ত্যাগ করেছিলেন, তাঁরা যে 'মহাবিকাশ আগাড়ি' নিয়ে অত্যন্ত অসন্তুষ্ট হয়েই অন্য পথ বেছে নেন সে কথা বোঝাতেই নতুন তথ্য শিন্ডের।
কী বলছেন শিন্ডে?
এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন শিন্ডে। সঙ্গে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। সূত্রের খবর, রাজ্য়ের মন্ত্রিসভার সম্ভাব্য কলেবরবৃদ্ধি নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলতেই দুদিনের দিল্লি সফর তাঁদের। সেখান থেকেই নতুন মুখ্য়মন্ত্রীর দাবি, ঠাকরে শিবির ত্যাগী বিধায়করা একাধিকবার উদ্ধবকে বিজেপির সঙ্গে জোট করতে বলেছিলেন। কিন্তু সফল হননি। একই সঙ্গে শিন্ডের সংযোজন, আসল শিবসেনা তাঁরাই। তাঁর কথায়, 'আমাদের কাছে সংখ্যা রয়েছে। বিধানসভার অধ্যক্ষও আমাদের স্বীকৃতি দিয়েছেন।'
প্রতীক নিয়ে তরজা
শিবসেনার প্রতীক কার হাতে থাকবে তা নিয়ে বিতর্ক চরমে। বালাসাহেব ঠাকরের পুত্র তথা প্রাক্তন মুখ্য়মন্ত্রী উদ্ধব বুঝিয়ে দিয়েছেন,এই লড়াই সহজে ছাড়বেন না। অন্য দিকে, শিন্ডের বক্তব্য বিচারব্য়বস্থার উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। তাঁর কথায়, 'আইনত আমরাই শিবসেনা। আমাদের পরিষদীয় দল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।'
উদ্ধব সরকারের পতনের নেপথ্য়ে বিজেপি যে কলকাঠি নেড়েছে, এই অভিযোগ এখন পুরনো। বিরোধী শিবিরের বক্তব্য, ক্ষমতা দখলের জন্য পদ্মশিবির যা ইচ্ছে তাই করতে পারে। শিন্ডে অবশ্য মানছেন না। তাঁর যুক্তি, ৫০ জন বিধায়কের সমর্থন নিয়েও তিনিই মুখ্যমন্ত্রী হয়েছেন। বিজেপির ক্ষমতায় থাকার ইচ্ছা থাকলে এমনটা সম্ভব হত না, দাবি শিন্ডের। তাঁর পাশে দাঁড়িয়ে একসুরে কথা বলেছেন দেবেন্দ্র ফড়ণবীশও। তাঁর মতে, 'শিবসেনা বালাসাহেব ঠাকরের আর আমরা বালাসাহেব ঠাকরের শিবসেনার সঙ্গেই জোট বেঁধেছি।' ফলে শিন্ডেকে মুখ্যমন্ত্রী মানতে কোনও আপত্তি নেই তাঁর।
বিষয়টি এত মসৃণ নয় বলেই অবশ্য় সূত্রের খবর। তবে শীর্ষ নেতৃত্বের চাপে আখেরে আনন্দ দিঘের শিষ্যকে মুখ্যমন্ত্রী পদে মেনে নিতে একরকম বাধ্য় হন তিনি। এই জোটের মেয়াদ কত?
প্রশ্ন উঠছে এর মধ্যেই।
আরও পড়ুন:অলরাউন্ডার হার্দিককে নিয়ে চিন্তায় ভারতীয় প্রাক্তনী, কারণটা কী?