নয়াদিল্লি:  উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে প্রাণ হাতে করে ফিরতে হয়েছে দেশে। মুহুর্মুহু গোলা-গুলি, বোমা-ক্ষেপণাস্ত্রের শব্দ এখনও কানে বাজছে তাঁদের। ইউক্রেনফেরত ভারতীয় পড়ুয়াদের ঘরে ফেরাকে তাই আন্তরিক করতে মাঠে নামলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে ফেরা পড়ুয়াদের মাতৃভাষায় স্বাগত জানিয়ে নিরাপত্তার আশ্বাস জোগান তিনি।


প্রাণে বাঁচতে ইউক্রেন (Russia Ukraine War) ছেড়ে পড়শি দেশ রোমানিয়া, পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন বহু ভারতীয় পড়ুয়া। বুধবার এমনই ২১৮ জন ভারতীয়কে নিয়ে দেশে ফেরে ‘মিশন গঙ্গা’-এ সামিল একটি বিশেষ বিমান। সেখানে তাঁদের অভিবাদন জানাতে হাজির হন স্মৃতি। যাত্রীরা কে, কোন অঞ্চলের বাসিন্দা জেনে মাতৃভাষায় তাঁদের স্বাগত জানান। নিজেই টুইটারে সেই ভিডিয়ো পোস্ট করেন স্মৃতি। তাতে লেখেন, ‘ভারত তার সন্তানদের স্বাগত জানাচ্ছে।’



এই জরুরি পরিস্থিতিতে নরেন্দ্র মোদি সরকারের পাশে থাকার জন্য বিমান সংস্থা, তাদের কর্মীদেরও ধন্যবাদ জানান স্মৃতি। স্মৃতির এই উদ্যোগের প্রশংসা করেছেন অনেকেই। তবে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগেও খামতি নেই। ইউক্রেনে আটকে পড়া পড়ুয়াদের নিরাপদে দেশে ফেরাতে কেন্দ্রীয় সরকার এবং সেখানে ভারতীয় দূতাবাসের তরফে যথেষ্ট সহযোগিতা মেলেনি বলে দাবি করেছেন ইউক্রেনফেরত বহু পড়ুয়াই।



আরও পড়ুন: Operation Ganga: ২২০ জন ভারতীয়কে নিয়ে হিন্দোন এয়ারবেসে পৌঁছল বায়ুসেনার দ্বিতীয় বিমান


তবে ভারতীয় বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ জানিয়েছেন, এখনও পর্যন্ত ইউক্রেন থেকে ৬ হাজার ভারতীয়কে নিরাপদে ফিরিয়ে আনা গিয়েছে। তিনি বলেন, "যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে থাকা ২০ হাজার ভারতীয়র মধ্যে ৬ হাজার জনকে এখনও পর্যন্ত ফেরানো গিয়েছে। বাকিদেরও নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।"