বারাণসী (উত্তরপ্রদেশ): উত্তরপ্রদেশে আজ বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোটগ্রহণ চলছে। সেইসঙ্গে সপ্তম তথা শেষ দফার প্রচার অভিযানও চলছে। এই প্রচারের অঙ্গ হিসেবেই    আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গড়ে সভা  মমতা বন্দ্যোপাধ্যায়ের। বারাণসীতে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের সমর্থনে এই সভায় অন্যতম প্রধান বক্তা মুখ্যমন্ত্রী।    ভিড়ে ঠাসা জনসভায় মমতা বন্দ্য়োপাধ্যায়কে স্বাগত জানান অখিলেশ।


জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অখিলেশ  বলেন, ‘বারাণসীতে ঐতিহাসিক জনসভা, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। গত বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির ক্ষমতা দখলের স্বপ্নভঙ্গকে খোঁচা দিয়ে অখিলেশ বলেছেন,     ‘মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন, হারের কথা মনে পড়েছে বিজেপির। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই হারের ভয় পাচ্ছে বিজেপি। উত্তরপ্রদেশ থেকে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। মানুষ বিজেপিকে মাফ করবে না, সাফ করে দেবে। এবারের নির্বাচনে আসল লড়াই করছে সাধারণ মানুষ।’


অখিলেশ বলেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয় হাসিল করতে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের এই চেষ্টা ভেস্তে গিয়েছে। বিজেপিকে ঐতিহাসিক লড়াইয়ে পর্যুদস্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 


উত্তরপ্রদেশের বিভিন্ন ইস্যুতেও রাজ্যের ক্ষমতাসীন বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেছেন অখিলেশ। তিনি বলেছেন,  ‘জোট সরকারে এলে রাজ্যের পূর্বাঞ্চলে উন্নয়নের ঝড় বইবে। সমাজবাদী পার্টি প্রধানের দাবি, উত্তরপ্রদেশ নির্বাচনের ষষ্ঠ পর্যায়েই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে জোট। 


তিনি বলেছেন, বিজেপি মিথ্যেবাদীর দল। কৃষকদের জন্য কিছুই করেনি বিজেপি। কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়ে ধোঁকা দিয়েছে বিজেপি। 


কর্মসংস্থান ইস্যুতেও বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন অখিলেশ। তিনি বলেছেন, ‘রেল-বিমান-স্টেশন-জাহাজ-বন্দর সব বেচে দিচ্ছে বিজেপি।সরকারি সব সংস্থা বিক্রি হয়ে গেলে সরকারি চাকরি কী করে হবে?’


এবারের ভোটের আগে  কাশী বিশ্বনাথ মন্দির করিডরের উদ্বোধনে এসেছিলেন প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গেও অখিলেশ বিজেপিকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন,  ‘সৌন্দর্যায়নের কথা বলে কাশী ভেঙে চুরমার করেছে’।


তিনি বলেছেন, ভোটের পর বিজেপিকে খুঁজেও পাওয়া যাবে না। যে পথ দিয়ে বিজেপি ঢুকেছে, সেই দরজা বন্ধ করে দেবে জোট।’ 


লখিমপুর খেরিতে গাড়ির ধাক্কায় কৃষকদের মৃত্যুর প্রসঙ্গ উল্লেখ করে অখিলেশ বলেছেন, ‘ক্ষমতায় থাকা বিজেপির লোকেরা কৃষকদের খুন করেছে। লখিমপুরের নিহত কৃষকদের পরিবার বিচার পাননি। কান ধরে ওঠবোস করলেও কৃষকরা মাফ করবে না বিজেপিকে।’