নয়াদিল্লি: করোনা কেড়ে নিল প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সোলি সোরাবজির প্রাণ ৷ তাঁর বয়স হয়েছিল ৯১ বছর ৷ করোনায় সংক্রমিত হওয়ার পর গত বেশ কয়েকদিন ধরে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর ৷ শেষপর্যন্ত শুক্রবার সকালে সোলি সোরাবজির মৃত্যুর খবর আসে ৷
প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সোলি সোরাবজির প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রধানমন্ত্রী টুইট করেন, সোলি সোরাবজি ছিলেন একজন অসাধারণ আইনজীবী এবং বুদ্ধিজীবী ৷ আইনের মাধ্যমেই তিনি গরীবদের জন্য এবং সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য অনেক কিছু করেছেন ৷ ভারতের অ্যাটর্নি জেনারেল থাকাকালীন তাঁর কাজকর্মের জন্য চিরকাল তাঁকে মনে রাখবেন সবাই ৷ ওঁর মৃত্যুতে শোকস্তব্ধ ৷ পরিবারের প্রতি আমার সমবেদনা ৷
অন্যদিকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইট করেছেন, সোরাবজির প্রয়াণে আমরা ভারতীয় আইন ব্যবস্থার একজন আইকনকে হারালাম। যাঁরা দেশের আইন ও বিচারব্যবস্থার সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন, সোরাবজি তাঁদের অন্যতম। তাঁর প্রয়াণে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি কোবিন্দ। ভারতের প্রধান বিচারপতি নুথলাপতি ভেঙ্কট রমনও শোকপ্রকাশ করেন।