কলকাতাঃ রবিবার সাতসকালে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের (Sanjay Raut) বাড়িতে হানা দেন ইডি (ED) আধিকারিকরা। জমি-দুর্নীতির অভিযোগে উদ্ধব-ঘনিষ্ঠ সঞ্জয় রাউতকে জিজ্ঞাসাবাদ। আর এবার ইডি-র এই অভিযানের ইস্যুতেই মুখ খুললেন সিপিএম-র কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। তিনি এদিন বলেছেন, 'রাজনৈতিক উদ্দেশ্যে ইডি-কে ব্যবহার করা হচ্ছে।'
জমি-দুর্নীতির অভিযোগ উদ্ধব-ঘনিষ্ঠ শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের বিরুদ্ধে
শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। এই মামলায় ইডি একাধিকবার তাঁকে তলবও করেছিল। তবে প্রথমবার হাজিরা দিলেও পরের দুইবার তলবে তিনি হাজিরা এড়িয়ে যান। আর্থিক বেনিয়ম এবং দুর্নীতির মামলাতেই ১ জুলাই সঞ্জয় রাউত-কে ১০ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। কিন্তু এরপরে ফের ২০ জুলাই তাঁকে তলব করা হলে, ইডি-কে সঞ্জয় রাউতের আইনজীবী জানায়, সংসদ অধিবেশন চলায় ব্যস্ত রয়েছেন তিনি। ৭ অগাস্টের পরেই হাজিরা দিতে পারবেন বলে জানান রাউতের আইনজীবী। এরপরেই আজ সাতসকালে সঞ্জয় রাউতের বাড়িতে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ চালাতে উপস্থিত ইডি অধিকারিকরা।
আরও পড়ুন, পার্থ বাবুর মুখ খুলে দেওয়া উচিত, না হলে গোটা দেশ ওকে একা চোর ভাবছে: দিলীপ
রাজনৈতিক উদ্দেশ্যে ইডি-সিবিআই-কে ব্যবহার করা হচ্ছেঃসুজন চক্রবর্তী
এপ্রসঙ্গে বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-সিবিআই-কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। সেটা খুব খারাপ হচ্ছে। আমাদের দেশের সাংবিধানিক গণতন্ত্রের ক্ষেত্রে খুবই খারাপ হচ্ছে। তবে সঞ্জয় রাউতের বাড়িতে ইডি-র হানা, সেই কারণেই এটা হবার সম্ভাবনা বেশি।তবে এই কথাটা উড়িয়ে দিতে পারব না, তিনি সত্যিই অপরাধী কিনা ? সত্যি অপরাধী হলে ইডি হানা হবে। কিন্তু এটা নিয়ে কোনও সন্দেহ নেই, রাজনৈতিক উদ্দেশ্যে ইডি-সিবিআই-কে ব্যবহার করা হচ্ছে।এ প্রসঙ্গে তিনি আরও বলেন, শাসকদলের ক্ষেত্রে একরকম ব্যবহার। শাসকদল না হলে আরেকরকম ব্যবহার। খারাপ হচ্ছে। এবিষয়ে সন্দেহ নেই। পাশাপাশি একই সুরে কথা বলেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন।