নয়া দিল্লি:  গ্রহণ (Eclipse) সব সময়ই খুব বিরল এক মহাজাগতিক ঘটনা। বিশ্বের নানা প্রান্ত থেকে দেখা যাবে এটি। এবারের প্রথম এই গ্রহণের সঙ্গে ঘটছে আরও এক বিরল মহাজাগতিক ঘটনা। তা হল 'ব্ল্যাক মুন' (Black Moon)। নাসার (Nasa) তরফে জানান হয়েছে, এই 'ব্ল্যাক মুন'ই এবারে সূর্যকে ঢাকবে, যা কার্যত বিরল। 


কখন গ্রহণটি হবে? 


৩০ এপ্রিলের এই গ্রহণটি দক্ষিণ/পশ্চিম আমেরিকা, প্রশান্ত মহাসাগরীয় আটলান্টিক এবং অ্যান্টার্কটিকার মতো দেশগুলিতে দৃশ্যমান হবে। সূর্যগ্রহণের সময় ভারতে ৩০ এপ্রিল শনিবার মধ্যরাতে ১২ টা বেজে ১৫ মিনিট থেকে ভোর ৪ টে বেজে ৭ মিনিট পর্যন্ত হবে।  স্পেস ডট কম অনুসারে দক্ষিণ আমেরিকা, আটলান্টিক মহাসাগর, অ্যান্টার্কটিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের কিছু অংশে দেখা যাবে গ্রহণ। ভারতীয় সময় অনুসারে, সূর্যগ্রণ চলবে প্রায় তিন ঘন্টা ৫২ মিনিট। 


এপ্রিল মাস শেষ হতে আর মাত্র কয়েক দিন বাকি এবং এই মাসের শেষ দিনটি অনেক দিক থেকেই বিশেষ। ৩০ এপ্রিল, মাসের শেষ দিনে, বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটছে। এই দিনটি শনিবার এবং অমাবস্যাও রয়েছে। 


এমপি বিড়লা প্ল্যানেটেরিয়ামের প্রাক্তন ডিরেক্টর ড. রবিবার এক বিবৃতিতে তিনি বলেন, "আর্জেন্টিনা, উরুগুয়ে, চিলি, বলিভিয়া বা অ্যান্টার্কটিকার লোকেরা ঘটনাটি দেখতে পাবে। সূর্যগ্রহণ সবসময় একটি স্থানে শুরু হয় এবং পৃথিবীর ঘোরার কারণে অন্য স্থানে শেষ হয়।" ভারতে যারা ঘটনাটি দেখতে আগ্রহী তারা নাসার ইউটিউবে লাইভ দেখতে পারেন। 


নাসার মতে, ৩০ এপ্রিল সূর্যগ্রহণের সময় সূর্যের বিম্বের ৬৪ শতাংশ ব্লক হয়ে যাবে চাঁদের দ্বারা। আংশিক গ্রহণের কারণে, চাঁদ, সূর্য এবং পৃথিবী একটি নিখুঁত সরলরেখায় থাকবে না। চাঁদ তার ছায়ার বাইরের অংশটুকুই সূর্যের ওপর ফেলবে, একে উপছায়াও বলা হয়। 


আংশিক সূর্যগ্রহণ কাকে বলে? 


নাসার মতে, যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে আসে এবং পৃথিবীতে ছায়া পড়ে তখন সূর্যগ্রহণ হয়। এই অবস্থায়, এটি সম্পূর্ণ বা আংশিকভাবে সূর্যালোককে আবৃত করে। একটি আংশিক গ্রহণের সময়, চাঁদ সম্পূর্ণরূপে সূর্যকে আবৃত করে না। এই কারণে, সূর্য একটি অর্ধচন্দ্রাকার আকারে প্রদর্শিত হয়।