নয়াদিল্লি : দিল্লি পুলিশ গ্রেফতার করল সুশীল কুমারকে। ছত্রপাল স্টেডিয়ামে এক প্রাক্তন কুস্তিগীরের হত্যার মামলায় গ্রেফতার হলেন দেশের হয়ে জোড়া অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগীর সুশীল। জানা গিয়েছে, সুশীল ও তাঁর সঙ্গী অজয় কুমারকে বৃহত্তর দিল্লির মুন্ডকা এলাকা থেকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। 


ছত্রপাল স্টেডিয়ামে হাতাহাতি ও এক কুস্তিগীরের মৃত্যুর মামলায় শুরু থেকেই নাম জড়ায় সুশীল কুমারের। তাঁর বিরুদ্ধে জারি হয়েছিল জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা। যারপর থেকেই ফেরার ছিলেন তিনি। যার পরে সুশীল ও তাঁর সহযোগীদের সম্পর্কে তথ্য দিতে পারলে পুরস্কার ঘোষণা করেছিল দিল্লি পুলিশ। গত সোমবার তারা জানিয়েছিল, ছত্রপাল স্টেডিয়ামে সাগর রানার খুনের ঘটনায় কুস্তিগীর সুশীল কুমার সম্পর্কে  তথ্য দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। 


পুলিশের দাবি, গত ৪ মে ছত্রপাল স্টেডিয়ামে সংঘর্ষের সময় ২৩ বছরের সাগর রানাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। সংঘর্ষের সময় বেশ কয়েকজন কুস্তিগীর আহত হয়েছিলেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালে জখম একজনের মৃত্যু হয়। এই মামলায় দিল্লি পুলিশে কয়েকজন ব্যক্তির বয়ান নথিভূক্ত করে। এতে সুশীল কুমারের বিরুদ্ধে অভিযোগ করা হয়। পুলিশ যে ঘটনায় খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করে। 


সুশীল নিজে দীর্ঘদিন ধরে ছত্রপাল স্টেডিয়ামে অনুশীলন করেন। ৩৭ বছরের কুস্তিগীর গোটা ঘটনার পর তাঁর ও তাঁর আখড়ার যোগ অস্বীকার করেছিলেন। কিন্তু একাধিক তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠার পরই জারি হয় জামিন অযোগ্য পরোয়ানা। আর তারপর থেকেই সুশীলের এভাবে পেরার হয়ে যাওয়ায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা দেশের ক্রীড়ামহল।


উল্লেখ্য, দুবারের অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমার। ২০১২ সালে লন্ডন অলিম্পিক গেমসে রুপো জিতেছিলেন সুশীল কুমার। ২০০৮ বেজিং অলিম্পিক গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। দেশ তো বটেই সারা বিশ্বে কুস্তিগীর হিসেবে পরিচিত সুশীল কুমার। তাঁর আখড়ায় এই ধরনের ঘটনা ও তারপরের ঘটনাপ্রবাহে শোরগোল পড়ে গিয়েছে সব মহলে।