নয়াদিল্লি: চিরন্তন প্রেমের সৌধ, সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য, নজরকাড়া ইসলামি স্থাপত্য, বিশ্বের দরবারে এভাবেই পরিচিত তাজমহল। সেই তাজমহল (Taj Mahal) নিয়ে এ বার মামলা জমা পড়ল উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। জ্ঞানব্যাপী মসজিদের পর যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) রাজ্যে ফের ইসলামি স্থাপত্য ঘিরে মামলা। মামলাকারীর প্রশ্ন ,জমহলের ২২টি বন্ধ ঘরে কি হিন্দু দেবদেবীদের মূর্তি তালাবন্দি অবস্থায় রয়েছে? মুঘল সম্রাট শাহজাহানের তৈরি স্মৃতিসৌধ কি আসলে ‘তেজো মহালয়’ মন্দির (Tejo Mahalaya Mahadev Mandir )? রহস্য উদঘাটনের আর্জি জানিয়ে তাই এলাহাবাদ হাইকোর্টে দাখিল করা হল পিটিশন।
এ বার তাজমহল নিয়ে মামলা যোগীরাজ্যে
উত্তরপ্রদেশের শীর্ষ আদালতের লখনউ বেঞ্চে পিটিশন দাখিল করেছেন জনৈক রজনীশ সিং। নিজেকে অযোধ্যা বিজেপি-র মিডিয়া সেলের ইনচার্জ হিসেবে দাবি করেছেন রজনীশ। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিকদের নিয়ে অনুসন্ধানী দল গড়ে বিতর্কের নিষ্পত্তি করার আর্জি জানিয়েছেন তিনি। তাঁর হয়ে এলাহাবাদ হাইকোর্টে পিটিশন জমা করেছেন অ্যাডভোকেট রুদ্র বিক্রম সিং।
সংবাদমাধ্যমে রজনীশ বলেন, "তাজমহলের ২০টির বেশি বন্ধ ঘরে কাউকে ঢুকতে দেওয়া হয় না। আমাদের বিশ্বাস ঘরগুলিতে হিন্দু দেবদেবী ও হিন্দু ভাস্কর্য তালাবন্ধ করে রাখা হয়েছে। হাইকোর্টে আর্জি জানিয়েছি ঘরগুলি খুলে দেখানো হোক। কিছু না থাকলে বিতর্ক থামাতে ওই ঘর খুলতে তো কোনও বাধা নেই।" তাজমহলের একাধিক বন্ধ ঘরের ভিতরে হিন্দু দেবদেবীদের মূর্তি লুকিয়ে রাখা হয়েছে, তাজমহলের ভিতরে শিবমন্দির রয়েছে দাবি করে ২০১৫ সালেও একটি মামলা দায়ের হয়।
আরও পড়ুন: Madhya Pradesh News: বিয়ের প্রস্তাব নাকচ প্রেমিকার, রাগে আবাসনেই অগ্নিসংযোগ যুবকের! মৃত ৭
২০১৭ সালে একই দাবি নিয়ে বিজেপি নেতা বিনয় কাটিয়ার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দ্বারস্থ হন। সম্প্রতি অযোধ্যার ছাবনি এলাকার সাধু পরমহংসাচার্য মহারাজ ও তাঁর ৩ শিষ্যকে তাজমহলে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। যোগীরাজ্যের ওই সন্ন্যাসীর দাবি ছিল, তাজমহল আদতে 'তেজো মহালয়।'
ইসলামি স্থাপত্য নিয়ে ফের বিতর্ক
উত্তরপ্রদেশে বারাণসীর বিশ্বনাথ মন্দির লাগোয়া জ্ঞানবাপী মসজিদ এবং কৃষ্ণ জন্মভূমি মথুরার শাহি মসজিদ নিয়ে আদালতে মামলা চলছে। সেই তালিকায় তাজমহলের নাম জুড়ে যাওয়ার পর, যোগীরাজ্যে ইসলামি স্থাপত্য ঘিরে বিতর্ক নতুন মাত্রা পেল।