চেন্নাই: প্রবল বর্ষণে বিপর্যস্ত তামিলনাড়ুর বিভিন্ন অঞ্চল। রাজ্যের বেশ কিছু জেলায় স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করেছে প্রশাসন। রাজ্যের ১৫ টি জেলায় স্কুলে ও ১০ টি জেলায় কলেজে ছুটি ঘোষণা করেছে। সোমবার জেলা প্রশাসন কুড্ডালোর, ভিল্লুপুরম, শিবগঙ্গা, সালেম, তিরুপাথুর, মায়িসাদুথুরা,তাঞ্জাভুর, তিরুভান্নামালাইয়ের মতো জেলাগুলিতে স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করেছে। তিরুচি, নাগাপট্টিনাম, কারুর, পুডুকোট্টাই, তিরুভারুর, আরিয়ালুর, পেরামবালুর, ভেলোর, রানিপেট, নামাক্কালে বৃষ্টির কারণে আজ স্কুল বন্ধ থাকবে। 


ভেঙে পড়া গাছ সরাতে ও বৃষ্টিতে জমা জল সরাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছেন চেন্নাই পুরসভার কর্মীরা। চেন্নাই পুরসভা পরিচালিত আশ্রয় শিবিরগুলিতে বৃষ্টি দুর্গত লোকজনকে খাদ্য ও পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। চেন্নাইতে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। নীচু এলাকা জলমগ্ন। শহরের প্রধান রাস্তাগুলো জলের তলায়। জলে ভাসছে গাড়ি। কোমর-সমান জল ঠেলে চলছে যাতায়াত।


চেন্নাই সহ তামিলনাড়ুর বিস্তীর্ণ অংশ প্রবল বর্ষণে ইতিমধ্যেই দুর্ভোগের সম্মুখীন হয়েছে। এরইমধ্যে ভোগান্তির আশঙ্কা আরও বাড়িয়ে মৌসম ভবন আগামী দিনগুলিতেও রাজ্য ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে। আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী, তামিলনাড়ু, কেরল, মাহে, পুদুচেরি, ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় প্রধানত ১০ ও ১১ নভেম্বর ভারী বৃষ্টি হতে পারে। এদিন তামিলনাড়ুর বর্ষণজনিত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রী ত্রাণ ও উদ্ধারের কাজে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে। প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন, আমি সকলের সুস্থতা ও নিরাপত্তার প্রার্থনা করছি।


রেড অ্যালার্ট জারি করেছে আইএমডি


মৌসম ভবনের পূর্বাভাস, চেন্নাই ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে সপ্তাহান্তে প্রবল বর্ষণ হতে পারে। অন্যদিকে, তামিলনাড়ুর অধিকাংশ জেলা ও দক্ষিণ উপদ্বীপের বেশ কয়েকটি অংশে পুরো সপ্তাহজুড়েই বৃষ্টি হতে পারে। এরইমধ্যে অতিভারী বৃষ্টির আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে আইএমডি। ফলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠার আশঙ্কা থাকছে।