চেন্নাই: তামিলনাড়ুর (TamilNadu) কুন্নুরে (Coonoor) বায়ুসেনার (Airforce) কপ্টার দুর্ঘটনায় ((Tamil Nadu Chopper Crash) মৃতের সংখ্যা  বাড়ল। বিকেলে সংখ্যাটা বেড়ে ৮ (Death Toll) হয়েছে। পাশাপাশি ৩ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। কপ্টারের ধ্বংসাবশেষ থেকে ৩ জনকে উদ্ধারের চেষ্টা চলছে বলে খবর। বুধবার এমনটাই জানালেন তামিলনাড়ুর বনমন্ত্রী রামচন্দ্র (TN Forest Minister K Ramachandran)। তিনি আরও জানিয়েছেন, দুর্ঘনাস্থল অতিরিক্ত দুর্গম হওয়ার কারণে উদ্ধারকারীদের কাজে বেগ পেতে হচ্ছে।


দিল্লি (Delhi) থেকে সুলুর হয়ে ওয়েলিংটন সেনা ঘাঁটি যাচ্ছিলেন বিপিন রাওয়াত (Bipin Rawat)। বুধবার ওয়েলিংটন (Wellington) যাওয়ার পথে কুন্নুরে জঙ্গলে ঘেরা নীলগিরির দুর্গম এলাকায় চিফ অব ডিফেন্স স্টাফের (Chief Of Defence Staff of the Indian Armed Forces) কপ্টারটি ভেঙে পড়ে। দুর্ঘটনাগ্রস্ত কপ্টারে ছিলেন সস্ত্রীক জেনারেল বিপিন রাওয়াত-সহ (Bipin Rawat) ১৪ জন। বেলা ১২.২০: বিপিন রাওয়াতকে (Bipin Rawat) নিয়ে ভেঙে পড়ল বায়ুসেনার কপ্টার। 


কপ্টারে ছিলেন নায়েক গুরসেবক সিংহ, নায়েক জিতেন্দ্র কুমার, ব্রিগেডিয়ার এল এস লিড্ডর, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিংহ, ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা।  দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন জেনারেল বিপিন রাওয়াত (Bipin Rawat)। কোয়ম্বাত্তুর থেকে কুন্নুরে যাচ্ছে ৬ চিকিত্‍সকের মেডিক্যাল টিম। অন্যদিকে দিল্লিতে জেনারেল রাওয়াতের Chief Of Defence Staff of the Indian Armed Forces) বাড়ির সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। 


উল্লেখ্য, কুন্নুরের (Coonoor) অত্যন্ত মর্মান্তিক ঘটনায় গোটা দেশ এখন প্রার্থনা করছে, চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও দুর্ঘটনাগ্রস্ত কপ্টারে থাকা বাকিদের জনয্যে। ট্যুইটে উদ্বেগপ্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। 

কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi) ট্যুইট করে লিখেছেন, বিপিন রাওয়াতকে নিয়ে তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ল বায়ুসেনার কপ্টার। প্রার্থনা করি, সুরক্ষিত রয়েছেন বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী এবং কপ্টারের বাকি যাত্রীরা। 


আরও পড়ুন: Bipin Rawat Helicopter Crash : দুর্ঘটনার কবলে Mi-17V-5, রাশিয়ার তৈরি সবচেয়ে উন্নত এই পরিবহন হেলিকপ্টারের বিশেষত্ব জানুন