নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তিন সেনা আধিকারিক (Anantanag Encounter)। বুধবার রাতেই সেই খবর এসে পৌঁছেছিল রাজধানী দিল্লিতে। তার পরও বিজেপি-র (BJP) সদর দফতরে জমকালো আয়োজন, জি-২০ সম্মেলনের সাফল্যে পুষ্পবৃষ্টিতে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) স্বাগত জানানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করলেন বিরোধীরা। ভারতীয় সেনা ও পুলিশ আধিকারিকের রক্তে যখন রাঙা উপত্যকার মাটি, সেই সময় রাজধানীতে এমন জমকালো আয়োজন কি আদৌ সমীচীন, উঠছে প্রশ্ন।


বুধবার সন্ধেয় কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের বিরুদ্ধে যৌথ অভিযানে নামে সেনা এবং পুলিশ। জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় শুরু হলে, মেজর আশিস ধোনাক, ১৯ রাষ্ট্রীয় রাইফেলসের কর্নেল মনপ্রীত সিংহ এবং উপত্যকার পুলিশের ডিএসপি হুমায়ুন ভাট শহিদ হন। অক্টোবরে বাড়ি ফিরবেন বলে দু'বছরের মেয়েকে কথা দিয়েছিলেন মেজর আশিস, সেনা মেটেল প্রাপক কর্নেল মনপ্রীত কয়েক ঘণ্টা আগেই কথা বলেছিলেন ছ'বছরের ছেলে এবং দু'বছরের মেয়ের সঙ্গে। হুমায়ুন, জম্মু ও কাশ্মীরের অবসরপ্রাপ্ত ইনস্পেক্টর জেনারেল গোলাম হাসান ভাটের ছেলে, নিজেও কয়েক মাস আগেই বাবা হন। 



বুধবার রাতেই ওই তিনজনের মৃত্যুর খবর এসে পৌঁছয় রাজধানীতে। তার পর বৃহস্পতিবার সকাল থেকেও গুলি বিনিময় চলছে দু'পক্ষের মধ্যে। সেই আবহে রাজধানীর বুকে জমকালো আয়োজন, প্রধানমন্ত্রীর জন্য পুষ্পবৃষ্টি এবং সেখানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা।



আরও পড়ুন: Narendra Modi: 'ইন্ডিয়া জোটের সদস্যরা সনাতন ধর্মকে মুছে ফেলতে চাইছে', মন্তব্য মোদির


তৃণমূলের রাজ্যসভা সাংসদ সাকেত গোখেল সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'বীর সন্তানরা যখন দেশের জন্য প্রাণের আহুতি দিচ্ছেন, মোদি নির্লজ্জ ভাবে আনন্দ-উৎসব করছেন। গতকাল অনন্তনাগে আমাদের বীর সন্তান ডেপুটি এসপি হুমায়ুন ভাট, মেজর আশিস ধোনাক এবং কর্নেল মনপ্রীত সিংহ জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে গিয়ে শহিদ হন। গোটা দেশ ওঁদের কাছে ঋণী। এই দুঃখের সময় ওঁদের পরিবারের পাশে রয়েছেন সকলে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, বীরসন্তানদের মৃত্যুর খবর পাওয়ার পরও বিজেপি-র সদর দফতরে নিজেকে উদযাপন করা শ্রেয় মনে হয় প্রধানমন্ত্রীর। একদিনের জন্য়ও কি আত্মপ্রচার পিছনো যেত না?'।



কংগ্রেসও বিষয়টি নিয়ে সরব হয় সোশ্য়াল মিডিয়ায়। লম্বা-চওড়া কোনও লেখা নয়, পাশাপাশি কাশ্মীর এবং দিল্লির বিজেপি-র দফতরের ছবি পোস্ট করে তারা। তাতে একদিকে নিহত আধিকারিকের কফিন কাঁধে তাঁর পরিবারের লোকজনকে দেখা গিয়েছে, অন্য দিকে, পুষ্পবৃষ্টির মধ্যে গাড়ি থেকে মুখ বাড়িয়ে হাত নাড়ছেন মোদি। কংগ্রেস ওই ছবি পোস্ট করে লেখে, 'ইনি আমাদের প্রধানমন্ত্রী'। এর পর একটি ভিডিও-ও পোস্ট করে তারা, যাতে শহিদ পরিবারের আর্তনাদ ধরা পড়ে একদিকে, অন্য দিকে, বিজেপি-র দফতরের বাইরে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রী সংবেদনহীন বলে মন্তব্য করে কংগ্রেস।


এখনও পর্যন্ত উপত্যকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। বরং এদিন সকাল থেকে নতুন করে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। গুলি বিনিময় চলছে দু'পক্ষের মধ্যে।