নয়াদিল্লি: যত এগিয়ে আসছে পঞ্চায়েত নির্বাচন, ততই বেশি করে তেতে উঠছে বাংলার রাজনীতি। তৃণমূলের (TMC) বিরুদ্ধে একযোগে সরব হয়েছেন বিরোধীরা। একাধিক জায়গায় অস্ত্রশস্ত্র, বোমা উদ্ধারের ঘটনাতেও নির্বাচনকে জুড়ে দেওয়া হচ্ছে। সেই আবহে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023) নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের মতো পঞ্চায়েত নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো যেতে পারে বলে স্পষ্ট জানিয় দিলেন এবিপি নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে। 


এবিপি নিউজের প্রতিনিধি মনোজ্ঞা লোইওয়ালের সঙ্গে কথোপকথনে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে মুখ খোলেন অভিষেক। রাজনৈতিক হিংসার কথা উঠলে খারিজ করে দেন তিনি। বলেন, "বাংলায় হিংসার ছবি কোথায়! আমাদের অবস্থান স্পষ্ট। বার বার বলেছি, স্বাধীন এবং নিরপেক্ষ পঞ্চায়েত নির্বাচন হবে। বিজেপি ফের কলকাতা হাইকোর্টে গিয়েছে, যাতে পঞ্চায়েত নির্বাচন স্থগিত হয়ে যায়। আসন পুনর্বিন্যাসের পর নির্বাচন হোক বলে দাবি ওদের।"


পঞ্চায়েত নির্বাচন ঘিরে হিংসার অভিযোগ মিথ্যে, বরং ক্ষমতা নেই জেনেই বিরোধীরা এসব করছে বলে দাবি করেন অভিষেক। তাঁর কথায়, "আসল কথা হল, ওদের কাছে প্রার্থী নেই। ১০-১২টি আসন নয়, পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে ১ লক্ষ আসনে। তার জন্য তো প্রার্থী চাই! তার মধ্যে থেকে ঝাড়াই-বাছাইও করতে হবে! এত আসনে দাঁড় করানোর মতো প্রার্থী কই ওদের কাছে!"


আরও পড়ুন: Abhishek Banerjee Exclusive: ‘তৃণমূলই আসল কংগ্রেস’, ব্যাখ্যা করলেন অভিষেক...


হিংসার অভিযোগ নিয়ে অভিষেক জানান, কোথাও হিংসা হলে পুলিশ কড়া হাতে সামলাবে। মুখ্যমন্ত্রী সাফ বলেছেন, বাংলায় রাজনৈতিক হিংসার কোনও জায়গা নেই। কেউ হিংসা করলে, রেহাই পাবে না, সে দলের যত বড় নেতা, কর্মীই হোন না কেন। তাই কোনও বিষয় খুঁজে না পেয়ে বিরোধীরা হিংসার অভিযোগকে অজুহাত করে চিৎকার-চেঁচামেচি করছে বলে অভিযোগ অভিষেকের।


শুধু তাই নয়, এ প্রসঙ্গে ২০২১ সালের বিধানসভা নির্বাচন, ২০২২ সালের পৌরসভা নির্বাচনের উদাহরণও টেনে আনেন অভিষেক। তিনি বলেন, "২০২১-এ তো হিংসা হয়নি! হিংসা হয়নি ২০২২-এর পৌরসভা নির্বাচনেও। তার পরও সবেতে কী করে হারলেন? ২০২১-এর পর সাতটি উপনির্বাচন হয়েছে। সবেতে হেরেছে বিজেপি। কেন্দ্রীয় বাহিনী ছিল, কোম্পানি কোম্পানি বাহিনী পাঠানো হয়েছিল। বাংলায় ফের পঞ্চায়েত নির্বাচনেও বাহিনী পাঠিয়ে দিন!"