কলকাতা: তৃণমূলের (TMC) নজরে গোয়ার মহিলা (Woman) ভোটাররা (Voter)। ভোটে জিতলে মহিলাদের জন্য নতুন প্রকল্পের প্রতিশ্রুতি। গৃহলক্ষ্মী (Grihalakshmi) প্রকল্পে পরিবারের গৃহকর্ত্রী পিছু প্রতি মাসে মিলবে ৫ হাজার টাকা। সরাসরি অ্যাকাউন্টে জমা পড়বে এই অর্থ। ফেসবুক (Facebook) পোস্টে উল্লেখ তৃণমূলের।
তৃণমূলের (TMC) তাদের কু (Koo) হ্যান্ডেলে উল্লেখ করেছে, গৃহলক্ষ্মী প্রকল্পে টাকা পাবেন মহিলারা। পরিবারে গৃহকর্ত্রী প্রতি মাসে পাবেন ৫ হাজার টাকা। যা সারা বছরের হিসেবে হয় ৬০ হাজার টাকা। এই কটাক্ষ করেছে বিরোধীরা। "জিততে পারবে না জেনেই গোয়ায় মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে তৃণমূল। বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার চালাতে গিয়েই রাজ্যের ভাণ্ডার শূন্য হয়ে যাচ্ছে।'' কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
নির্বাচনের দিকে লক্ষ্য রেখে সম্প্রতি গোয়ায় রাজনৈতিক তত্পরতা শুরু করেছে তৃণমূল। গত সপ্তাহে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার উত্সব উপলক্ষে ট্যুইটে গোয়ার বাসিন্দাদের শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটে লেখেন, "সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের উত্সব উপলক্ষে গোয়ার বাসিন্দাদের শুভেচ্ছা। এই দিনে গোয়ার রক্ষাকর্তার স্মরণে উত্সব হয়। সকলের শান্তি ও সমৃদ্ধি কামনা করি। গোয়ার সাংস্কৃতিক পরিচয় অটুট থাকুক।''
এদিকে বিধানসভা নির্বাচনের আগে গোয়ায় (Goa) ক্রমশ মুঠো আলগা হচ্ছে কংগ্রেসের (Congress)। ভোটের দিন যত সামনে আসছে, ততই একে একে দল ছাড়ছেন তাবড় প্রভাবশালী নেতা। প্রিয়ঙ্কা গাঁধীর (Priyanka Gandhi) গোয়া যাওয়ার আগে যখন প্রস্তুতি তুঙ্গে, সেই সময় ফের সেখানে দল ছাড়েন একঝাঁক কংগ্রেস নেতা-কর্মী। তাঁদের অভিযোগ, ভোট নিয়ে তেমন আগ্রহই নেই কংগ্রেসের। তাই অন্য রাস্তা দেখতে হচ্ছে তাঁদের।