কলকাতা : ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে বিপ্লব দেবের ইস্তফা। এনিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। এই ইস্যুতে এবার বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। "বিজেপি নিজের পিঠ বাঁচাতে বিপ্লব দেবকে সরিয়েছে", বলে মন্তব্য করেন তিনি।


অধীর বলেন, "বিজেপি সেখানকার মানুষকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা ধাপ্পায় রূপান্তরিত হয়েছে। তাই মানুষ পরিবর্তন করার আগেই বিজেপি পার্টির তরফে পরিবর্তন করে ত্রিপুরার মানুষকে একটা বার্তা দিতে চাওয়া হয়েছে যে দেখো, আমরা উন্নয়নে বিশ্বাস করি। তাই অযোগ্য লোককে তাড়াচ্ছি। স্বাভাবিকভাবেই স্বার্থের সংঘাত তো হবেই। স্বার্থের সংঘাতের পরিণামে ঝামেলা হবে। তারই প্রতিফলন দেখছি। ত্রিপুরায় মানুষ পরিবর্তন করার আগেই বিজেপি নিজেরা পরিবর্তন করে পরিবর্তনের ঝান্ডা ওড়াতে চাইছে। বিজেপি নিজের পিঠ বাঁচাতে বিপ্লব দেবকে সরিয়েছে।"


গতকালই দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করেন বিপ্লব দেব । এর পর আজ ইস্তফা দেন। বিধানসভা ভোটের আগের বছরই হঠাৎ বিপ্লব দেবের ইস্তফা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর সামনেই রাজ্যপালের কাছে ইস্তফা দেন বিপ্লব দেব।


২০১৮ সালের ৯ মার্চ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন বিপ্লব দেব। প্রথমবার ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসার পরে প্রথম মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব। মেয়াদ শেষের ১০ মাস আগেই হঠাৎ ইস্তফা বিপ্লব দেবের। কাল ফের অমিত শাহের সঙ্গে দেখা করতে চাইছেন তিনি। সংবাদ সংস্থা পিটিআইকে বিপ্লব দেব জানিয়েছেন, তাঁকে দলীয় সংগঠন আরও মজবুত করার দায়িত্ব দিয়েছে দল। তিনি আরও বলেন, "দল সবার ওপরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দলের জন্য কাজ করেছি। দলের রাজ্য ইউনিটের প্রধান এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে ত্রিপুরার মানুষের জন্য ন্যায়বিচারের চেষ্টা করেছি। আমি শান্তি, উন্নয়ন ও কোভিড-সঙ্কট থেকে রাজ্যকে বের করে আনার চেষ্টা করেছি। সবকিছুর একটা সময় আছে। আমি সেই সময় মেনে কাজ করি। আমাকে যেখানেই পাঠানো হয়েছে, তা সে মুখ্যমন্ত্রী হোক বা অন্য কোনও পোস্ট- সব জায়গাতেই ফিট বিপ্লব দেব। "