প্রসেনজিৎ সাহা, আগরতলা: আজ ত্রিপুরার (Tripura) চার বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের (Bypolls) ফল ঘোষণা। প্রথমবার ভোটে দাঁড়ানো মুখ্যমন্ত্রী মানিক সাহার (CM Manik ) কেন্দ্রে কী ফল হয় তার দিকে রয়েছে নজর। দুই হেভিওয়েট কংগ্রেস নেতা সুদীপ রায়বর্মন, আশিস সাহারও ভাগ্য নির্ধারণ হবে। তৃণমূলের কী ফল হয় সেদিকেও রয়েছে কৌতুহল। 


২০২৩-এর বিধানসভা ভোটের (Assembly Election) আগে ত্রিপুরায় সেমি ফাইনাল। রবিবার উত্তর-পূর্বের রাজ্যের চার বিধানসভা আসনে উপ নির্বাচনের ফল ঘোষণা। এই প্রথম কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন বিপ্লব দেবের (Biplab Deb) জায়গায় মুখ্যমন্ত্রী হওয়া মানিক সাহা (Manik Saha)। বিধানসভা ভোটের ৯ মাস আগে মুখ্যমন্ত্রী হওয়া, টাউন বড়দোয়ালি কেন্দ্রের বিজেপি প্রার্থী মানিক সাহা কি কুর্সি ধরে রাখতে পারবেন? না কি এই কেন্দ্রের ২ বারের বিধায়ক হেভিওয়েট কংগ্রেস নেতা আশিস সাহা চমক দেখাবেন? 


৫ বারের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী কংগ্রেস প্রার্থী সুদীপ রায়বর্মনের আগরতলায় রয়েছে নজর। ৪ আসনে প্রার্থী দেওয়া তৃণমূল কি খাতা খুলতে পারবে? ঘুরে দাঁড়াতে পারবে বামেরা? এইসব প্রশ্নের উত্তর মিলবে আজ। চার কেন্দ্রের উপ নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি হয় ত্রিপুরায়। সবথেকে বেশি গন্ডগোল হয় মুখ্যমন্ত্রী মানিক সাহার কেন্দ্র টাউন বরদোয়ালিতে। ভোটারদের গাড়ি ভাঙচুর, ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। আগরতলায় ছুরিবিদ্ধ হন যুবক। অশান্তির আবহে ভোট শেষের পর, রবিবার সকাল আটটা থেকে শুরু হবে গণনা। 


 আগরতলা, টাউন বড়দোয়ালি, সুরমা এবং যুবরাজনগর, ৪ কেন্দ্রে সকাল ৭টা ভোটগ্রহণ (Election) হয়েছে। চারটি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন দলের মোট ২২ জন প্রার্থী। মোট ভোটার ১ লক্ষ ৮৯ হাজার ৩২ জন। এই চার বিধানসভার ২২১টি ভোটকেন্দ্রের মধ্যে ৭৩টিকে স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (State Commission)। আগামী রবিবার হবে ভোটগণনা।


ত্রিপুরায় (Tripura) উপ নির্বাচনে উল্লেখ্যযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা (CM Mamata Banerjee)। টাউন বড়দোয়ালী কেন্দ্রে তিনি লড়ছেন। ২০১৮-য় বিজেপির আশিস সাহা ওই কেন্দ্রে জিতেছিলেন। এ বার তিনি কংগ্রেস প্রার্থী হিসেবে মানিকের প্রতিদ্বন্দ্বী। রয়েছেন তৃণমূলের সংহিতা ভট্টাচার্য। আগরতলা কেন্দ্রে আর এক পদত্যাগী বিধায়ক সুদীপ রায়বর্মন এবার কংগ্রেসের টিকিটে লড়ছেন। রয়েছেন তৃণমূলের পান্না দেব এবং বিজেপির অশোক সিন্হা। ধলাই জেলার সুরমা বিধানসভা কেন্দ্রে বিজেপি, তৃণমূল ও বামেরা প্রার্থী দিলেও কংগ্রেস সমর্থন করছে উপজাতি দল তিপ্রা মথা।


আরও পড়ুন: GTA Election: আজ জিটিএ নির্বাচন, এক দশক পর পাহাড়ে শুরু ভোটগ্রহণ