আগরতলা: ত্রিপুরায় (Tripura) প্রয়াত তৃণমূল নেতা (TMC Leader) মুজিবর ইসলাম মজুমদারের বাড়িতে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত তৃণমূল নেতৃত্ব। জল্পনা উসকে মৃত তৃণমূল নেতার বাড়িতে হাজির বিজেপির দুই বিধায়কও। আজ সকালে আগরতলার বাড়িতে প্রয়াত তৃণমূল নেতা মুজিবর ইসলাম মজুমদারকে শেষ শ্রদ্ধা জানান ব্রাত্য বসু, শান্তনু সেন ও রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক নেতৃত্ব। পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তাঁরা। শেষ শ্রদ্ধা জানাতে তৃণমূল নেতার বাড়িতে যান বিজেপির দুই বিধায়ক সুদীপ রায় বর্মন (Sudip Roy Barman) ও আশিস সাহা। এ নিয়ে শুরু হয়েছে জল্পনা। ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তৃণমূল নেতা মুজিবর ইসলাম মজুমদারের ওপর হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। বুধবার এসএসকেএমে মৃত্যু হয় তৃণমূল নেতার। অভিযোগ, গত ২৮ অগাস্ট TMCP-র প্রতিষ্ঠা বার্ষিকীর দিন, বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হন মুজিবর। কলকাতায় SSKM-এ তাঁর চিকিৎসা হয়। পরে ছুটি পেয়ে বাড়ি ফিরলেও, ফের অসুস্থ হয়ে পড়েন।ফের তাঁকে SSKM-এ নিয়ে আসা হলেও শেষরক্ষা হয়নি। তৃণমূলের তরফে হামলার জেরে মৃত্যু বলে দাবি করা হলেও, বিজেপির দাবি, এটি স্বাভাবিক মৃত্যুর ঘটনা।
উল্লেখ্য়, গতকালই মুজিবর ইসলাম মজুমদারের দেহ আগরতলায় পৌঁছয়। সেখানে শ্রদ্ধা জানান তৃণমূল নেতারা। এরপর এদিনও সকালে তাঁর বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান তৃণমূল নেতৃত্ব। বাড়িতে যান বিজেপির দুই বিধায়কও। বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন জানিয়েছেন, দীর্ঘদিনের সম্পর্ক ছিল। মুজিবরের মৃত্যুতে তাঁরা শোকাহত। পরিবারকে সমবেদনা জানাতে এখানে এসেছেন। একইসঙ্গে তৃণমূলের সুরে সুর মিলিয়ে তিনি দাবি করেছেন, খুন করা হয়েছে মুজিবরকে। এ জন্য খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু হওয়া দরকার। যদিও বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। এই প্রসঙ্গে সুদীপ রায় বর্মন বলেছেন, তিনি সত্যের পথে চলার চেষ্টা করেন। যাঁরা বিষয়টি অনুধাবন করতে পারেন না, তাঁরা অনেক কিছু বলতে পারেন। তিনি এই ঘটনাকে খুন বলেই মনে করেন। এক্ষেত্রে রাজনীতির কোনও ব্যাপার নেই।
বিজেপির পক্ষ থেকে এদিনও বলা হয়েছে, আইন আইনের পথে চলবে। প্রশাসন প্রশাসনের কাজ করবে।