অর্ণব মুখোপাধ্যায় ও সন্দীপ সরকার, আগরতলা: তৃণমূলের মিশন ত্রিপুরা! 


কাল ত্রিপুরায় সাংবাদিক বৈঠক করবেন তৃণমূলের সাংসদ-মন্ত্রীরা। ১৫ অগাস্ট  ত্রিপুরায় স্বাধীনতা দিবস পালন করবে তৃণমূল। পরের দিন ত্রিপুরায় পালন করা হবে ‘খেলা হবে’ দিবস।


প্রতিবেশী রাজ্যে বুথস্তরে সংগঠনকে পৌঁছে দিতে সক্রিয় তৃণমূল। ১৫ অগাস্ট, তৃণমূল ত্রিপুরায় স্বাধীনতা দিবস পালন করবে।  পরের দিন, ত্রিপুরাতেও ‘খেলা হবে’ দিবস পালন করা হবে।


এই অবস্থায় আজ ত্রিপুরার একটি হোটেলে সাংবাদিক বৈঠক করবেন তৃণমূলের সাংসদ-মন্ত্রীরা। সেখানে থাকবেন, তৃণমূলের দুই মন্ত্রী মলয় ঘটক ও ব্রাত্য বসু। এছড়াও থাকবেন, ৮ সাংসদ শান্তনু সেন, কাকলি ঘোষদস্তিদার, অপরূপা পোদ্দার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রতিমা মণ্ডল, আবীররঞ্জন বিশ্বাস, দোলা সেন ও অর্পিতা ঘোষ।


তৃণমূলের দাবি, যে হোটেলে তাদের সাংবাদিক বৈঠক করার কথা, সেই হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, জেলা শাসকের অনুমতি ছাড়া সাংবাদিক বৈঠক করা ঠিক নয়। হোটেলের এই বক্তব্যের নেপথ্যে বিজেপির চক্রান্ত দেখছে তৃণমূল।


তৃণমূল কংগ্রেস রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, হোটেল কর্তৃপক্ষকে বলেছি, আমরা আপনাদের চিঠি দিচ্ছি, প্রয়োজনীয় অনুমতি আপনারা নিন। আর হোটেলে সাংবাদিক বৈঠক করতে দেওয়া না হলে, আমরা রাস্তাতেই সাংবাদিক বৈঠক করব।


যদিও, ত্রিপুরা বিজেপি সূত্রে দাবি, কোভিড বিধি মেনে কোথায় কি করা হবে, সেটা প্রশাসন দেখছে। এর সঙ্গে দলের কোনও যোগ নেই। এই পরিস্থিতিতে পাঁচ দিন পর, শুক্রবার এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেলেন জয়া দত্ত। 


গত শনিবার, ধলাইয়ের আমবাসায় আক্রান্ত হন, যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য, ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত যুব তৃণমূল নেত্রী জয়া দত্ত ও সুদীপ রাহা।


কলকাতায় ফেরার পর জয়া ও সুদীপকে এসএসকেএমে ভর্তি করা হয়। এদিন হাসপাতাল থেকে ছাড়া পেলেন জয়া। এখনও হাসপাতালে ভর্তি রয়েছে সুদীপ। যুব তৃণমূল নেত্রী জানিয়েছেন, তাঁর এখনও কানের ভিতরের অংশে চোট রয়েছে। রয়েছে পায়ের ব্যথাও। আপাতত জয়াকে বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসক।