মুম্বই: শিবসেনার (Shiv Sena) রাজনৈতিক উত্তরাধিকার ঘিরে দ্বন্দ্ব অব্যাহত। তার মধ্যেই নয়া নাম-পরিচয় নিয়ে হাজির উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde)। উদ্ধব এবং তাঁর সমর্থকদের নিয়ে গঠিত শিবিরের নাম আপাতত ‘শিবসেনা উদ্ধব বালাসাহেব ঠাকরে’ রাখা হল। শিন্ডে এবং তাঁর সমর্থকদের শিবিরের নাম হল ‘বালাসাহেবাঞ্চি শিবসেনা (বালাসাহেবের শিবসেনা)’। 


উদ্ধব এবং শিন্ডে শিবিরের নয়া নামে সিলমোহর


সোমবার দুই শিবিরের নয়া নামে সিলমোহর দেয় নির্বাচন কমিশন (Election Commission)। উদ্ধব শিবিরের নয়া প্রতীক জ্বলন্ত মশাল। কিন্তু প্রতীক বাছা নিয়ে এখনও অস্বস্তি কাটছে না শিন্ডে শিবিরের। নির্বাচন কমিশনের কাছে গদা এবং ত্রিশূল নিয়ে তৈরি প্রতীক জমা দেয় তারা। কিন্তু কমিশন প্রধান রাজীব কুমার জানান, রাজনৈতিক দলের প্রতীকচিহ্ন হিসেবে ধর্মীয় কিছু ব্য়বহার করা যাবে না। তাই শিন্ডে শিবিরের ওই প্রতীকের আবেদন খারিজ করে দেওয়া হয়। 


মুম্বইয়ের অন্ধেরি ইস্ট এলাকায় উপনির্বাচন রয়েছে। সেই উপলক্ষেই আসল শিবসেনা কারা, তা নিয়ে দুই শিবিরের মধ্যে দ্বন্দ্ব বেধে যায়। তাতে শিবসেনার আদি প্রতীক তির-ধনুক বাজেয়াপ্ত করে কমিশন। কোনও পক্ষই সেটি ব্যবহার করতে পারবে না বলে জানিয়ে দেওয়া হয়। এ নিয়ে দিল্লি হাইকোর্টে আবেদন জানান উদ্ধব। তাদের কথা না শুনেই, কমিশন একতরফা সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেন তিনি। 


আরও পড়ুন: Narendra Modi: গুজরাতে ভোটের প্রচারে নেহরুকে আক্রমণ, ‘কাশ্মীর সমস্যার সমাধান করেছি আমি’, দাবি প্রধানমন্ত্রীর


শুধু তাই নয়, আসন্ন উপনির্বাচনে শিন্ডে শিবির প্রতিদ্বন্দ্বিতাই করছে না। তাই এ ক্ষেত্রে কমিশন আইনের পরিপন্থী কাজ করেছে বলেও অভিযোগ করেন উদ্ধব। সেই সঙ্গে জানা গিয়েছে, গত সপ্তাহে এই নিয়ে কমিশনকে চিঠি দেন শিন্ডে। উপনির্বাচনে যাতে উদ্ধব শিবির শিবসেনার প্রতীকে না লড়তে পারে, তার জন্য আবেদন জানান। তার পরই কমিশন প্রতীক বাজেয়াপ্তর কথা জানালে, গোটা প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন উদ্ধব। 


বালাসাহেবের ছায়া কাটিয়ে স্বতন্ত্র পরিচয়ে নয়া সূচনা উদ্ধবের!


তবে উদ্ধব শিবিরের নয়া নামে সিলমোহর পড়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন কর্মী-সমর্থকেরা। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা উদ্ধব-অনুগামী ভাস্কর জাধব বলেন, ‘‘আমাদের কাছে যে নামগুলির গুরুত্বপূর্ণ, সেই উদ্ধবজি, বালাসাহেব এবং ঠাকরে...তিনটিরই উল্লেখ রয়েছে। নয়া নামে সিলমোহর পড়েছে। এতেই খুশি আমরা।’’ শুধু তাই নয়, এই নামে উদ্ধবের নিজের স্বতন্ত্র পরিচিয় জড়িয়ে বলেও মত রাজনৈতিক মহলের। অন্য দিকে, শিন্ডে শিবিরের দাবি, তাঁরাই আসলে বালাসাহেবের শিবসেনা। কমিশনের সিলমোহরই তার প্রমাণ।