মুম্বই: ভাগাভাগি করে ক্ষমতায় থাকা নিয়ে ঝামেলার সূত্রপাত। বর্তমানে কার্যত মুখ দেখাদেখি নেই দুই পক্ষের মধ্যে। তবে পরস্পরকে নিশানা করে তির ছুটিয়ে চলেছেন বিজেপি এবং উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) নেতৃত্বাধীন শিবসেনা নেতারা। তাতে একধাপ এগিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra modi) বিঁধলেন উদ্ধব। তাঁর বাবা, বালাসাহেব ঠাকরে (Balasaheb Thackeray) না থাকলে গুজরাতের মুখ্যমন্ত্রী থেকে এতটা পথ মোদির অতিক্রম করতে পারতেন না বলে দাবি করলেন।
'বালাসাহেব না থাকলে এতটা পথ আসতে পারতেন না', মোদির উদ্দেশে উদ্ধব
এ প্রসঙ্গে গুজরাত দাঙ্গার সময় প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) বিখ্যাত উক্তিও স্মরণ করিয়ে দেন উদ্ধব। জানান, মোদিকে ‘রাজধর্ম’ (Rajdharma) পালন করতে বলেছিলেন বাজপেয়ী। বালাসাহেব গিয়ে রক্ষা করেছিলেন। তাতেই এতদূর আসতে পেরেছেন মোদি। উদ্ধবের দাবি, দীর্ঘ ২৫-৩০ বছর রাজনৈতিক সমীকরণ আগলে রেখেছিল শিবসেনা। কিন্তু না শিবসেনা, না অকালি দল, এনডিএ শিবিরের কোনও শরিকের প্রতিই দরদ ছিল না বিজেপি-র।
উত্তর মুম্বইয়ের একটি জনসভায় রবিবার এমন মন্তব্য করেন উদ্ধব। তাঁর বক্তব্য, “বিজেপি-র সঙ্গে মতানৈক্য হয়েছে। তাই বলে হিন্দুত্বের আদর্শ থেকে সরিনি। কিন্তু বিজেপি হিন্দুত্ব নয়। উত্তর ভারতের মানুষ হিন্দুত্বের ব্যাখ্যা চান। একটাই কথা বলব, পরস্পরকে ঘৃণা করা কখনওই হিন্দুত্ব নয়।”
বিজেপি হিন্দু নাগরিকদের মধ্য়েই বিভাজন তৈরি করছে বলেও অভিযোগ তোলেন উদ্ধব। তাঁর কথায়, ”২৫-৩০ বছর শিবসেনা একটি রাজনৈতিক বন্ধুত্বকে আগলে রেখেছিল। হিন্দুত্বের অর্থ আমাদের কাছে পারস্পরিক উষ্ণ সম্পর্ক। কিন্তু বিজেপি কাউকে চায় না। অকালি দল, শিবসেনা, কাউকে নয়।”
উদ্ধবকে বিঁধতে বার বার বালাসাহেবের প্রসঙ্গ টানে বিজেপি। হিন্দুত্বের আদর্শে বিশ্বাসী বালাসাহেবের যোগ্য ছেলে উদ্ধব নন বলেও কটাক্ষ করে গেরুয়া শিবির। কিন্তু বালাসাহেবই একসময় মোদিকে রক্ষা করেছিলেন বলে দাবি করেন উদ্ধব। তাঁকে বলতে শোনা যায়, “বর্তমান প্রধানমন্ত্রীকে বালাসাহেব ঠাকরেই রক্ষা করেছিলেন। অটলজি যখন ওঁকে ‘রাজধর্ম’ পালন করতে বলেছিলেন, বালাসাহেব হস্তক্ষেপ করেন। বোঝান, সেই মুহূর্তে তারই সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। বালাসাহেব না থাকলে আজ এতদূর পৌঁছতেন না মোদি।”
বিজেপি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর থেকেই একাধিক বার আদর্শ নিয়ে দক্ষিণপন্থীদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে উদ্ধবকে। কিন্তু উদ্ধবের বক্তব্য, “হিন্দু হওয়ার অর্থ মারাঠা হওয়া নয়, উত্তর ভারতীয়দের ঘৃণা করা নয়। যে ধর্মেরই মানুষ হোন, ভারত বিরোধী অবস্থানের বিরোধী ছিলেন বালাসাহেব।”
বাঁধা পড়ে থাকলে দাসত্ব করতে হত, দাবি উদ্ধবের
বিজেপি-র দাসত্ব করতে চাননি বলেই জোট ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন, রবিবারের সভায় এমনও দাবি শোনা যায় উদ্ধবের মুখে। জানান, গলায় দড়ি পরিয়ে তাঁকে ঘোরাত বিজেপি, আজকাল অনেকের যে দশা হয়েছে।