নয়া দিল্লি : ব্রিটেন থেকে আসা সব নাগরিকের ভারতে ১০ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক। ভ্যাকসিন নেওয়া থাক বা না থাক, এই কয়েকদিন নিভৃতবাসে যেতেই হবে ব্রিটিশদের। সোমবার থেকে এই নিয়ম কার্যকর হবে। সরকারি সূত্রের এমনটাই খবর। ভারত সহ বিভিন্ন দেশের জন্য একই রকম নিয়ম লাগু করেছে ইংল্যান্ড। যা নিয়ে বিতর্ক দানা বাঁধে।


সূত্রের খবর, অক্টোবরের ৪ তারিখ থেকে ইংল্যান্ড থেকে যেসব নাগরিক ভারতে আসছেন(তাঁদের ভ্যাকসিন নেওয়া থাক বা না থাক), তাঁদের ভ্রমণের ৭২ ঘণ্টা আগে, বিমানবন্দরে পৌঁছনোর পর এবং ভারতে আসার ৮ দিনের মাথায়- মোট তিনটি আরটি-পিসিআর টেস্ট করাতে হবে। এর পাশাপাশি বাড়িতে কোয়ারেন্টিন অথবা নিজস্ব গন্তব্যে ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। 


প্রসঙ্গত, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ট্রাভেল ও কোয়ারেন্টিন নিয়মে বদল আনে ইংল্যান্ড। তাদের তরফে আন্তর্জাতিক ট্রাভেল নর্মস-এ সম্পূর্ণরূপে টিকাকরণ হয়ে যাওয়া ভারতীয়দের "আনভ্যাকসিনেটেড" হিসেবে গণ্য করা হয় এবং সেদেশে পৌঁছনোর পর ১০ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকার নির্দেশিকা জারি হয়। এর অর্থ, ইংল্যান্ডে কোভিশিল্ডের ছাড়পত্র সত্ত্বেও, এই ভ্যাকসিন নেওয়া ভারতীয়দের সেদেশে প্রাথমিকভাবে বিশেষ কোনও সুযোগ থাকছে না। ইংল্যান্ডে পৌঁছনোর পর তাঁদের হয় ১০ দিন সেল্ফ-আইসোলেশনে থাকতে হবে অথবা কোয়ারেন্টিনের মেয়াদ কমিয় আনা যেতে পারে। কীভাবে ? এক্ষেত্রে ৫ দিনের মাথায় 'টেস্ট টু রিলিজ' পরিষেবা বেছে নেওয়া যেতে পারে।


এই বিতর্ক প্রসঙ্গে ইংল্যান্ড কী বলছে ?


গত ২২ সেপ্টেম্বর ভারতে ব্রিটিশ হাই কমিশনার অ্যালেক্স এলিস বলেছেন, আমরা পরিষ্কার, কোভিশিল্ড কোনও সমস্যা নয়। ভ্রমণের জন্য ইংল্যান্ডের দরজা খোলা। আমরা দেখতে পাচ্ছি, বহু সংখ্যক মানুষ ভারত থেকে ইংল্যান্ডে যাচ্ছেন। তা সে পর্যটক হোক, ব্যবসায়ী বা ছাত্র। এ বছর জুনের শেষ পর্যন্ত ৬২ হাজার ৫০০-র বেশি স্টুডেন্ট ভিসা ইস্যু করা হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি। তাই আমরা ভ্রমণ প্রক্রিয়াকে যতটা সম্ভব সহজ করার চেষ্টা করছি।