UP Election 2022: উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের মুখে একের পর এক ধাক্কা বিজেপির। ইতিমধ্যেই দলের বেশ কয়েকজন ছোট-বড় নেতা ইস্তফা দিয়েছেন। সেই ধারা আজও অব্যাহত রয়েছে। গত মঙ্গলবারই উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেছিলেন ওবিসি নেতা স্বামী প্রসাদ মৌর্য। তাঁর ইস্তফা রাজ্য-রাজনীতি শোরগোল ফেলে দিয়েছিল। এবার এই একই পথে হাঁটলেন আরও এক বিজেপি বিধায়ক। রাজ্যের ফিরোজাবাদ জেলার শিকোহবাদ বিধানসভা আসনের বিজেপি বিধায়ক মুকেশ বর্মা ইস্তফা দিলেন। জানা গেছে, মুকেশ বর্মা স্বামী প্রসাদ মৌর্যের বাসভবনে রয়েছেন। 


গত দুই দিনে বিজেপির সাত বিধায়কের ইস্তফা


উল্লেখ্য, গত দুদিনের মধ্যে বিজেপির সপ্তম বিধায়ক হিসেবে পদত্যাগ করলেন মুকেশ বর্মা।  ইস্তফা দিতে গিয়ে লেখা চিঠিতে মুকেশ বর্মাও দলিত, ওবিসি ও সংখ্যালঘুদের উপেক্ষার অভিযোগ তুলেছেন সরকারের বিরুদ্ধে। তিনি দাবি করেছেন, সমাজের এই শ্রেণীগুলি থেকে আসা নেতাদের উপযুক্ত মর্যাদা দেয়নি বিজেপি। তিনি অভিযোগ করেছেন, সরকার কৃষক, ছোট ব্যবসায়ী ও কর্মসংস্থানহীন তরুণদের উপেক্ষা করেছে।  মুকেশ বর্মা বিধায়ক পদের সঙ্গে সঙ্গে বিজেপির প্রাথমিক সদস্য পদ থেকেও ইস্তফা দিয়েছেন।  ইস্তফা দেওয়ার পর মুকেশ বর্মা বলেছেন, বিজেপি আমাদের ধোঁকা দিয়েছে। যেখানে স্বামী প্রসাদ মৌর্য গিয়েছেন, সেখানে আমরাও যাব। আরও অনেক বিধায়ক সম্পর্কে রয়েছেন। তাঁর হুঙ্কার,সঙ্গে ১০০ বিধায়ক, রোজ দেব ইঞ্জেকশন।


এরইমধ্যে জানা গেছে, আউরাইয়ার বিধুনা বিধানসভা আসনের বিজেপি বিধায়ক বিনয় শাক্যও পদত্যাগ করেছেন। তিনিও স্বামী প্রসাদ মৌর্যকে নিজের সমর্থন জানিয়েছেন। 


এবার উত্তরপ্রদেশ বিধানসভার ৪০৩ আসনে সাত দফায় ভোট গ্রহণ করা হবে। প্রথম দফার ভোটগ্রহণ হবে ১০ ফেব্রুয়ারি। এই পর্বে পশ্চিম উত্তরপ্রদেসের ১১ জেলার ৫৮ আসনে ভোট গ্রহণ করা হবে। দ্বিতীয় দফার ভোট হবে ১৪ ফেব্রুয়ারি, তৃতীয় দফার ভোট ২০ ফেব্রুয়ারি, চতুর্থ দফার ভোচ ২৩ ফেব্রুয়ারি, পঞ্চম দফায় ভোট ২৭ ফেব্রুয়ারি, ষষ্ঠ দফার ভোট ৩ মার্চ। সপ্তম দফার ভোট ৭ মার্চ।