লখনৌ : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে। এবার টিকিট বিতরণের পালা। এই নির্বাচনে অযোধ্য়ার আসন থেকে লড়তে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী (Chief Minister) তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। এমনই খবর এএনআই সূত্রের। দলের প্রথম প্রার্থী তালিকাতেই থাকতে পারে তাঁর নাম।


দলীয় সূত্রের খবর, উত্তরপ্রদেশে বিজেপির তিন দিনের কোর কমিটির বৈঠকের দ্বিতীয় দিনেই ১৭৫ বিধানসভা আসনের প্রার্থীদের নাম ঠিক হয়ে গেছে। ৩০০-র বেশি আসনে প্রার্থীদের নাম স্ক্রুটিনি করে দেখেছে বিজেপি। বৃহস্পতিবারও এনিয়ে আলোচনা চলবে। 


আরও পড়ুন ; এবার উত্তরপ্রদেশেও অস্বস্তিতে বিজেপি, দল ছাড়লেন মন্ত্রী ও ৩ বিধায়ক


দেশের অন্যতম বড় এই রাজ্যে বিধানসভায় মোট আসন ৪০৩টি। এর আগে ২০১৭ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি (BJP) ৩১২টি আসনে জয়লাভ করে ক্ষমতায় এসেছিল। এই ফলাফলে বিশাল উজ্জীবিত হয় গেরুয়া শিবির। সেবার জোট বেঁধে ভোটে যায় সমাজবাদী পার্টি ও কংগ্রেস। সমাজবাদী পার্টি ২৯৮টি আসনে এবং কংগ্রেস বাকি ১০৫টি আসনে প্রার্থী দেয়। তার মধ্যে এসপি কোনওক্রমে ৪৭টি আসন পায়। কংগ্রেসের ঝুলিতে আসে মাত্র সাতটি আসন। বহুজন সমাজবাদী পার্টিও বিশেষ সুবিধা করতে পারেনি। পায় ১৯টি আসন। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করে বিজেপি। মুখ্যমন্ত্রী হন যোগী আদিত্যনাথ। এরপর গত ৫ বছরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। ফের একবার জাতীয় রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ এই রাজ্যে ভোট হতে চলেছে।


একনজরে দেখে নেওয়া যাক কবে কবে ভোট রয়েছে এই রাজ্যে-


১) ১০ ফেব্রুয়ারি- উত্তরপ্রদেশ (১)


২) ১৪ ফেব্রুয়ারি- উত্তরপ্রদেশ (২)


৩)  ২০ ফেব্রুয়ারি-উত্তরপ্রদেশ (৩)


৪) ২৩ ফেব্রুয়ারি- উত্তরপ্রদেশ (৪)


৫) ২৭ ফেব্রুয়ারি- উত্তরপ্রদেশ (৫)


৬) ৩ মার্চ- উত্তরপ্রদেশ (৬)


৭) ৭ মার্চ - উত্তরপ্রদেশ (৭)