UP Election Fourth Phase Polling:  উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ে নয়টি জেলার ৫৯ টি আসনে আজ ভোটগ্রহণ। চতুর্থ পর্বের ভোটের জন্য সোমবার প্রচার শেষ হয়েছে। এদিন পিলভিট, লখিমপুর খেরি, সীতাপুর, হরদোই, উন্নাও, লখনউ, রায়বরেলি, বান্দা ও ফতেপুর জেলার ৫৯ টি বিধানসভা আসনে ভোটগ্রহণ চলছে। চতুর্থ দফার ভোটে লড়াইয়ের ময়দানে রয়েছেন ৬২৪ জন প্রার্থী। 


২০১৭-র বিধানসভা নির্বাচনে এই ৫৯ আসনের মধ্যে ৫১ টিতেই জিতেছিল বিজেপি। এছাড়া সমাজবাদী পার্টি চার, বিএসপি ৩ , বিজেপির শরিক আপনা দল-সোনেলাল একটি আসন জিতেছিল। চতুর্থ দফার ভোটের প্রচার ছিল যথেষ্টই হাইভোল্টেজ। সমস্ত রাজনৈতিক দলগুলিই সর্বশক্তি দিয়ে প্রচার চালিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপির প্রচারে আক্রমণের কেন্দ্র ছিল সমাজবাদী পার্টি। গত শুক্রবার আমেদাবাদ বোমা বিস্ফোরণ মামলায় অভিযুক্তদের সাজা ঘোষণাকে নিয়ে বিজেপি সমাজবাদী পার্টির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানায়। সন্ত্রাসবাদীদের প্রতি সমাজবাদী পার্টির মনোভাব নরম বলে অভিযোগ করে আক্রমণ শানায় বিজেপি। 


অন্যদিকে, অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টির জোট বিজেপি সরকারের অপদার্থতা তুলে ধরে ভোট প্রার্থনা করেছে। অখিলেশ তাঁর জনসভাগুলিতে গত তিন দফার নির্বাচনে জোটের প্রতি জোরদার সমর্থনের দাবি করেছেন। তিনি দাবি করেছেন, এবারের ভোটে বিজেপির ঐতিহাসিক পরাজয় হবে। অন্যদিকে, বিএসপি নেত্রী মায়াবতীও কয়েকটি সভা করে সমাজবাদী পার্টি, বিজেপি ও কংগ্রেসকে ক্ষমতা থেকে দূরে রাখার আর্জি জানিয়েছেন। তিনি দাবি করেছেন, রাজ্যে প্রকৃত সুশাসন এনে দিতে পারে একমাত্র বিএসপি। 


কংগ্রেসের সাধারণ সম্পাদক ও উত্তরপ্রদেশে দলের দায়িত্বপ্রাপ্ত প্রিয়ঙ্কা গাঁধীও বিভিন্ন জায়গায় রোড শো করেছেন এবং দলের প্রার্থীদের ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন। তিনি ধর্ম ও জাতের বাইরে বুনিয়াদি ইস্যুগুলির ভিত্তিতে ভোটদানের আর্জি জানান।  


গত বছরের ৩ অক্টোবর তিকোনিয়া গ্রামে হিংসায় চার কৃষক সহ আট জনের মৃত্যুর ঘটনা নিয়ে সংবাদের শিরোনামে উঠে এসেছিল লখিমপুর খেরি। এই লখিমপুর খেরিতে আজ ভোটগ্রহণ হচ্ছে। 


চতুর্থ দফার ভোটে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। তাঁদের মধ্যে রয়েছেন আইনমন্ত্রী বৃজেশ পাঠক (লখনউ ক্যান্ট), মন্ত্রী আশুতোষ ত্যান্ডন (লখনউ পূর্ব), প্রাক্তন মন্ত্রী কথা সপা প্রার্থী অভিষেক মিশ্র (সরোজিনী নগর), উত্তরপ্রদেশ বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ নিতিন অগ্রবাল (হরদই)। এছাড়া নেহরু-গাঁধী পরিবারের গড় হিসেবে পরিচিত রায়বরেলিতেও চতুর্থ দফায় ভোটগ্রহণ। এখানে ভোটের ময়দানে রয়েছেন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানকারী অদিতি সিংহ। 


ইতিমধ্যেই মতাধিকার প্রয়োগ করেছেন বিএসপি নেত্রী মায়াবতী। তিনি ভোটদাতাদের ভোটাধিকার প্রয়োগের আর্জিও জানিয়েছেন।