লখনউ: বিধানসভা নির্বাচনে (UP Polls 2022) বাকি নেই একমাসও। তার আগে ভোট চাইতে গিয়ে নিজের কেন্দ্রেই গ্রামবাসীদের তাড়া খেয়ে ফিরতে হল বিজেপি (BJP MLA) বিধায়ককে। দলত্যাগের হিড়িকে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) যখন বেসামাল অবস্থা গেরুয়া শিবিরের, সেই সময় মুজফ্ফরনগর (Muzaffarnagar) থেকে এমনই দৃশ্য উঠে এল।


বুধবার মুজফ্ফরনগরের খাতৌলীতে ভোটের প্রচারে গিয়েছিলেন সেখানকার বিধায়ক বিক্রম সিংহ সাইনি (Vikram Singh Saini)। গ্রামে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকেরও কথা ছিল তাঁর। কিন্ত নেটমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, গাড়ি থেকে নামার পরই বিক্রমকে ঘিরে ধরেন গ্রামবাসীরা। তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন সকলে। তাতে গ্রামের ভিতরে ঢোকা তো দূর, বিক্ষোভের মুখে পিছু হটে নিজের গাড়িতেই উঠে পড়েন তিনি এবং ঘটনাস্থল থেকে বেরিয়ে যান।





আরও পড়ুন: India-China Tension: অরুণাচল থেকে ফের ভারতীয় তরুণকে অপহরণের অভিযোগ, প্রধানমন্ত্রীকে নিশানা রাহুলের


কৃষি আইন নিয়ে এর আগে কৃষকদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন বিক্রম। তার জেরেই গ্রামবাসীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান বলে জানা গিয়েছে। প্রথমে বিক্ষোভকারীদের সঙ্গে বচসায়ও জড়িয়ে পড়েন বিক্রম। পরে গ্রামবাসীদের সামনে হাতজোড় করে গাড়িতে উঠে যেতে দেখা যায় তাঁকে। তার পর সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যান। যদিও বিক্ষোভকারীরা মত্ত অবস্থায় ছিলেন বলে পরে লখনউ ফিরে গিয়ে মন্তব্য করেন তিনি।


উস্কানিমূলক মন্তব্যের জন্যই পরিচিত বিক্রম। ২০১৯ সালে অসহিষ্ণুতা নিয়ে যাঁরা মুখ খুলেছিলেন, তাঁদের বোমা ছুড়ে উড়িয়ে দেওয়ার হুমকি দিতে শোনা গিয়েছিল তাঁকে। এমনকি হিন্দুদের দেশ বলেই ভারতবর্ষের নাম হিন্দুস্তান, এমন মন্তব্যও করেছেন তিনি। গোহত্যাকারীদের পা ভেঙে রেখে দেবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন।


আগামী ১০ ফেব্রুয়ারি থেকে সাত দফায় নির্বাচন উত্তরপ্রদেশে। ফলঘোষণা ১০ মার্চ।