নয়াদিল্লি: অরুণাচলের (Arunachal Pradesh) জিডো থেকে ফের অপহৃত ভারতীয় তরুণ? অপহরণের অভিযোগ চিনের লাল ফৌজের বিরুদ্ধে। প্রধানমন্ত্রীকে (PM Narendra Modi) নিশানা করে ট্যুইট রাহুল গাঁধীর (Rahul Gandhi)। ট্যুইটারে কংগ্রেস সাংসদ লেখেন, “প্রজাতন্ত্র দিবসের আগে দেশের এক নাগরিক চিনের হাতে অপহৃত। প্রধানমন্ত্রীর কাপুরুষোচিত নীরবতা বলে দিচ্ছে, তাঁর কিছু এসে যায় না।’’ 





ভারতীয় ভূখণ্ড থেকে চিনা সেনার হাতে অপহৃত অরুণাচলের কিশোর। বিজেপি সাংসদ তাপির গাওয়ের পর একই অভিযোগ তুললেন কংগ্রেস বিধায়ক নিনং এরিং। তাঁর দাবি, মঙ্গলবার অরুণাচলের আপার সিয়াং জেলার বিশিং গ্রাম থেকে থেকে ১৭ বছরের ওই কিশোরকে অপহরণ করে লাল ফৌজ। অভিযোগ, বন্ধুদের সঙ্গে শিকারে বেরিয়েছিল ওই কিশোর। সেইসময় তাকে ও তার এক বন্ধুকে তুলে নিয়ে যায় চিনা সেনা। বন্ধুটি পালিয়ে আসায় অপহরণের বিষয়টি জানা যায়। কিশোরকে ফেরাতে ভারতীয় সেনাবাহিনীর তরফে পিপলস লিবারেশন আর্মির সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে সূত্রের খবর। 


ইতিমধ্যে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন বিজেপি সাংসদ তাপির। ট্যুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ এবং ভারতীয় সেনার দ্বারস্থ হয়েছেন তিনি। এর আগে, ২০২০-র সেপ্টেম্বরে অরুণাচলের আপার সুবানসিরি জেলা থেকে পাঁচ যুবককে চিনা বাহিনী অপহরণ করেছে বলে সামনে আসে। প্রায় এক সপ্তাহ পর তাঁরা মুক্তি পান। নতুন বছরের শুরুতে সেই ঘটনারই পুনরাবৃত্তি। 


আরও পড়ুন: India-China Tension: অরুণাচলে চিনা সেনার হাতে অপহৃত কিশোর, দাবি বিজেপি সাংসদের