UPSC Prelims Result 2022: ইউপিএসসি প্রিলিমিনারির ফলপ্রকাশ, অনলাইনেই জানা যাবে রেজাল্ট

UPSC Civil Services Prelims: এই বছর, ৫ জুন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা নিয়েছিল।

Continues below advertisement

নয়াদিল্লি: প্রকাশিত হল ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল।  ২০২২ সালের ইউপিএসসির পরীক্ষার ফল বেরিয়েছে এদিন। ফল ঘোষণা করেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (Union Public Service Commission)। সরকারি ওয়েবসাইট upsc.gov.in- এখানে পরীক্ষার্থীরা তাঁদের ফল জানতে পারবেন।  এই বছর, ৫ জুন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (Union Public Service Commission) সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা নিয়েছিল। প্রতিবছর বিপুল সংখ্যক পরীক্ষার্থী এই পরীক্ষা দেন। আইএএস, আইপিএস, আইএফএস-সহ আরও একাধিক উচ্চপদস্থ প্রশাসনিক কর্তা হওয়ার স্বপ্ন নিয়ে, দেশসেবার স্বপ্ন নিয়ে এই পরীক্ষার প্রস্তুতি নেন পরীক্ষার্থীরা।

Continues below advertisement

এর পরে মূল পরীক্ষা:
প্রিলিমিনারি পরীক্ষার পাশ করা পরীক্ষার্থীদের এবার বসতে হবে ইউপিএসসি সিভিল সার্ভিস ২০২২ -এর মেন পরীক্ষায়। নিয়ম মেনে মূল পরীক্ষার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে প্রিলিমিনারিতে পাশ করা পরীক্ষার্থীদের। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি পড়ে দেখতে অনুরোধ করা হয়েছে পরীক্ষার্থীদের।

কীভাবে প্রিলিমিনারি:

  • ২০২২ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার প্রিলিমিনারি এক্সাম দুটি শিফটে হয়েছিল।
  • মর্নিং শিফটে সকাল সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত হয়েছে
  • বিকেলের শিফটে দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত পরীক্ষা হয়েছে।
  • প্রতিবছর প্রায় লাখ দশেক পরীক্ষার্থী এই পরীক্ষার বসেন। 

কীভাবে দেখবেন প্রিলিমিনারি রেজাল্ট:

  • সরকারি ওয়েবসাইট  upsc.gov.in-এখানে যান।
  • হোমপেজে whats new-সেকশন পাবেন, সেখানে গিয়ে ক্লিক করুন।
  • সেখানে একটি লিঙ্ক দেখতে পাবেন, যেখানে  “Result: Civil Services (Preliminary) Examination, 2022 লেখা হয়েছে।
  • এই লিঙ্কে ক্লিক করলে নতুন একটি পেজ খুলবে। সেখানেই প্রিলিমিনারির ফল দেখা যাবে।

এই পরীক্ষায় নম্বর, কাট অফ মার্কস (Cut-off Marks) এবং প্রিলিমিনারির answer key-ও দেওয়া হবে। ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। তবে মূল পরীক্ষার ফল বেরনোর পরে সেটি দেওয়া হবে।

আরও পড়ুন: অগ্নিপথ স্কিমের প্রক্রিয়া শুরু, এই তারিখ থেকে করতে পারবেন আবেদন 

Education Loan Information:
Calculate Education Loan EMI

Continues below advertisement
Sponsored Links by Taboola