নয়াদিল্লি: ইউক্রেনে যুদ্ধ ঘোষণার পর রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়েছিল তারা। কিন্তু ভারত সেই নিষেধাজ্ঞা অমান্য করছে বলে এ বার অভিযোগ করল আমেরিকা (US India Relations)। তাদের দাবি, রাশিয়ার অশোধিত তেল (Russian Crude Oil) গোপনে গুজরাতে (উহরোীোূ) নিয়ে গিয়ে শোধন করছে ভারতীয় জাহজ। তার পর জাহাজে তুলে পাঠিয়ে দেওয়া হচ্ছে অজ্ঞাত গন্তব্যে। এই অভিযোগ ঘিরে দুই দেশের পারস্পরিক বোঝাপড়ায় চিড় ধরতে পারে বলে আশঙ্কা করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।
রুশ তেল নিয়ে এ বার আমেরিকার চোখরাঙানি ভারতকে!
আমেরিকার ট্রেজারি বিভাগ থেকে এই অভিযোগ তোলা হয়েছে। তাদের দাবি, নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে রাশিয়ার অশোধিত তেল উঠে যাচ্ছে ভারতের জাহাজে। গুজরাতের পশ্চিম উপকূলের বন্দরে নিয়ে গিয়ে সেই তেল শোধন করা হচ্ছে। তার পর ফের জাহাজে চাপিয়ে অজ্ঞাত গন্তব্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে সেই তেল। আমেরিকার তরফে এমন অভিযোগ তোলা হয়েছে বলে মেনে নিয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর মাইকেল পাত্র।
স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে আয়োজিত একটি অনুষ্ঠানে আমেরিকার অভিযোগের কথা খোলসা করেন মাইকেল। তিনি বলেন, ‘‘তেল জাহাজে চাপিয়ে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশেই রওনা দিয়েছিল ওই জাহাজ। কোথায় তেল পৌঁছে দিতে হেব, তা জানা যায় মাঝ সমুদ্রে। সেই মতো নিউ ইয়র্ক পৌঁছয় জাহাজ।’’ মাইকেল জানিয়েছেন, বরাবর এই রীতিই চলে আসছে। একবার ব্যবহারের উপযোগী প্লাস্টিক তৈরির জন্য অশোধিত তেল প্রক্রিয়াজাত করে তোলা হয় বলে জেনেছেন তিনি। তবে কোন জাহাজ ওই তেল নিয়ে রওনা হয়, গুজরাতের কোন বন্দরে তেল শোধন করা হয়, তা যদিও খোলসা করেননি মাইকেল।
বিদেশ থেকে তেল আমদানি করেই চাহিদার জোগান দেয় ভারত। তেল আমদানিতে গোটা বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে দেশ। মূলক সৌদি আরব এবং ইরাকই এ যাবৎ ভারতকে তেলের জোগান দিয়ে এসেছে। কিন্তু আন্তর্জাতিক বাজারে তেলের দাম যখন তুঙ্গে, সেই সময় কম দামে তেল কেনার রাস্তা খুঁজছিল দিল্লি। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর (Russia Ukraine War) আমেরিকা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা (Us Scanctions) চাপালে, ভারতকে বিপুল ছাড় দিয়ে তেল বিক্রির প্রস্তাব দেয় রাশিয়া। দিল্লির তরফে সেই প্রস্তাব গ্রহণ করা হয়। তার জন্য পশ্চিমি দেশ এবং সে দেশের তেল সংস্থাগুলির সমালোচনার মুখে পড়তে হয়েছে দিল্লিতে। সেই পরিস্থিতিতেই ভারতের বিরুদ্ধে অভিযোগ আনল আমেরিকা।
দিল্লির আমেরিকার নিষেধাজ্ঞায় শামিল হয়নি গোড়া থেকেই
এ নিয়ে এখনও পর্যন্ত দিল্লির তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে এ বছর ফেব্রুয়ারি মাসে রাশিয়ার উপর যখন নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। তবে গোড়া থেকেই সেই নিষেধাজ্ঞা থেকে দূরত্ব বজায় রেখে চলেছে ভারত। রাষ্ট্রপুঞ্জেও রাশিয়ার বিরুদ্ধে ভোটদান থেকে বিরত থেকেছে তারা। সেই নিয়ে আমেরিকার তীব্র সমালোচনার মুখেও পড়তে হয়েছে।