লখনউ: করোনায় আক্রান্ত হলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেলফ আইসোলেশনে রয়েছেন তিনি। পাশাপাশি করোনার রিপোর্ট পজিটিভ এসেছে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবেরও ৷
গোটা দেশে ফের করোনা পরিস্থিতি ক্রমশই ভয়াবহ আকার ধারণ করছে ৷ এই মারণ ভাইরাসের হাত থেকে বাঁচতে পারলেন না যোগী আদিত্যনাথও ৷ উত্তর প্রদেশে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে ৷ মহারাষ্ট্রের পর সবচেয়ে বেশি ভয়ঙ্কর অবস্থা উত্তর প্রদেশেই ৷ তিনি করোনা পজিটিভ ৷ তা নিজেই বুধবার ট্যুইট করে জানান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ তিনি বাড়িতে এখন আইসোলেশনে রয়েছেন এবং চিকিৎসকদের সব পরামর্শ মেনে চলছেন ৷ এরই পাশাপাশি করোনায় আক্রান্ত হয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব।
এদিন অখিলেশ ট্যুইট করে জানিয়েছেন, ‘আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমি নিজেকে সবার থেকে আলাদা রাখছি, তবে বাড়িতেই রয়েছে। গত কয়েকদিন আমার সংস্পর্শে আসা প্রত্যেকেই পরীক্ষা করিয়ে নিন। তাঁদের কয়েক দিন আইসোলেশনে থাকার অনুরোধও জানাচ্ছি।’