নয়াদিল্লি: বিদায়ী উপ রাষ্ট্রপতির চোখে জল। আবেগে ভাসলেন তিনি। উপ রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু (Venkaiah Naidu) একসময়ের দাপুটে বিজেপি নেতা। যাঁর কথায় তিনি আবেগতাড়িত হয়ে পড়লেন তিনি তৃণমূলের সাংসদ ডেরেক ও ব্রায়েন। 


শিশু বয়সেই মাতৃহারা:
মাত্র এক বছর বয়সে মাকে হারিয়েছিলেন উপরাষ্ট্রপতি। নাইডুর পরিবারে পোষা একটি ষাঁড়ের আক্রমণে প্রাণ যায় ভেঙ্কাইয়া নাইডুর মায়ের। তখন মায়ের কোলেই ছিলেন একরত্তি নাইডু। ডেরেকের বক্তব্য শুনে চোখের জল থামাতে পারেননি বিদায়ী উপরাষ্ট্রপতি। চোখ মুছতে দেখা যায় তাঁকে। সোমবার শেষবারের মতো রাজ্যসভার অধ্যক্ষের চেয়ারে বসেছিলেন বিদায়ী উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। সেই সময়ে বক্তব্য রাখতে গিয়ে নাইডুর জীবনের এই ঘটনার কথা তুলে ধরেন ডেরেক।     


কৃষিবিল নিয়েও মন্তব্য়:
এছাড়াও আরও কিছু কথা বলেছেন ডেরেক ও ব্রায়ান (Derek O’Brien)।  তিনি বলেন, '২০২০ সালে যখন কৃষিবিল পাশ হয় তখন কেন কৃষক পরিবারের সন্তান ভেঙ্কাইয়া নাইডু অধ্যক্ষের চেয়ারে ছিলেন না, সেটা একদিন নিজের আত্মজীবনীতে বলবেন বিদায়ী উপরাষ্ট্রপতি।' ডেরেক আরও বলেন, নিজের আত্মজীবনীতে ভেঙ্কাইয়া নাইডু নিশ্চয়ই এটাও বলবেন যে পাঁচ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কেন একটাও প্রশ্নের উত্তর দেওয়াতে পারেননি তিনি।   






পুরনো বক্তব্যের প্রসঙ্গ:
নিজের আত্মজীবনীতে আরও কিছু বিষয়ে আলোকপাত করার আবেদন করেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। ২০১৩ সালে জ্বালানির দাম এবং ফোন ট্যাপিং সংক্রান্ত বিষয়ে সংসদে দাঁড়িয়ে ভেঙ্কাইয়া নাইডুর বক্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। 






নিজের বক্তব্যগুলি নিয়ে পরে একাধিক টুইটও করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। 


আরও পড়ুন:  কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দুঃসংবাদ! অষ্টম বেতন কমিশন নিয়ে কী বলল সরকার ?